Sukanta Majumdar: রাজ্য সরকারের জন্যই নাগরিকত্ব সংশোধনী আইন লাগুতে দেরি হচ্ছে, সিএএ নিয়ে ফের সরব বিজেপি
রাজ্যে পুরসভা নির্বাচন পর্ব শুরু হয়ে গিয়েছে জোর কদমে। সম্প্রতি বিধাননগর, চন্দননগরসহ ৪ পুরসভায় বিজেপির ভরাডুবির পর এবার ফের সিএএ নিয়ে মুখ খুলতে দেখা গেল গেরুয়া শিবিরকে।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে ফের মুখ খুলল বিজেপি। এবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আজ না হয় কাল সি এএ চালু হবেই। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সর্বস্তরে আলোচনা চলছে। রাজ্য সরকারের বিরোধিতার জন্য সিএএ চালু করতে বিলম্ব হচ্ছে। রাজ্য সরকার এ বিষয়ে সাহায্য করলে, কালই এ বিষয়ে নিয়মকানুন কেন্দ্রের বিজেপ সরকার লাগু করতে পারে বলে দাবি করেন সুকান্ত মজুমার (Sukanta Majumder)। উত্তর ২৪ পরগণার বনগাঁর একটি সভায় হাজির হয়ে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।
রাজ্যে পুরসভা নির্বাচন পর্ব শুরু হয়ে গিয়েছে জোর কদমে। সম্প্রতি বিধাননগর, চন্দননগরসহ ৪ পুরসভায় বিজেপির ভরাডুবির পর এবার ফের সিএএ নিয়ে মুখ খুলতে দেখা গেল গেরুয়া শিবিরকে।
আরও পড়ুন: Ahmedabad Serial Blast Case: আহমেদাবাদ ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ডের নির্দেশ
সামনেই রাজ্যের অন্য পুরসভার নির্বাচনে সিএএ বিজেপি (BJP) ফের তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে গাইঘাটায় হাজির হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সময় বাংলাদেশ থেকে আগত মতুয়াদের বারতের নাগরিকত্ব দেওয়া হবে বলে আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।