বীরভূমের লাভপুরে বোমার আঘাতে খুন বিজেপি কর্মী, উত্তেজনা মনিরুল ইসলামের গড়ে
বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত লাভপুর। রাজনৈতিক হিংসার কারণে বরবার খবরে আসা বীরভূমের লাভপুরে এবার দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে খুন হলেন বিজেপি কর্মী ডালু শেখ। লাভপুরের দারকা গ্রামের বিজেপি কর্মী খুনের ঘটনায় জেলার আইনশৃঙ্খলার বেহাল ছবিটা আরও একবার সামনে এল।
লাভপুর, ১৮ অগাস্ট: বিজেপি (BJP) কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত লাভপুর (Lavpur)। রাজনৈতিক হিংসার কারণে বরবার খবরে আসা বীরভূমের লাভপুরে এবার দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে খুন হলেন বিজেপি কর্মী ডালু শেখ। লাভপুরের দ্বারকা গ্রামের বিজেপি কর্মী খুনের ঘটনায় জেলার আইনশৃঙ্খলার বেহাল ছবিটা আরও একবার সামনে এল। বোমার আঘাতে মৃত ডালু শেখের সঙ্গে একসঙ্গে বের হওয়া এক বিজেপি কর্মী নিখোঁজ বলে খবর।
সংবাদমাধ্যমে প্রকাশ, শনিবার দ্বারকা গ্রাম থেকে রাত দশটা নাগাদ নিজের বাড়ি মিরবাঁধে ফিরছিলেন ডালু। ডালুকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে। বোমের আঘাতে লুটিয়ে পড়েন ডালু শেখ। বোমের আওয়াজ পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ডালু-র। ডালু শেখের শরীরের পিছনের অংশ পুরো ঝলছে গিয়েছে বলে খবর। আরও পড়ুন-'বকুলকথা' দিয়ে অভিনেতা সৌরভ গাঙ্গুলির অভিষেক, এবার দাদাকে সিনেমায় দেখা যাবে কি!
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই ঘটনার পেছনে রয়েছে। তৃণমূল এই ঘটনাকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব বলে জানিয়েছে। বোমা ফাটার পর রাস্তায় বেরিয়ে আসেন এলাকার লোকজন। টানা ২ ঘণ্টা মৃত ডালুর দেহ তুলতে দেয়নি বিক্ষুব্ধ জনতা। তবে শেষপর্যন্ত জনতাকে বুঝিয়ে মৃতদেহ তুলতে সক্ষম হয় পুলিস।