Monsoon Session 2019: কাটমানি ইস্যুতে ফের উত্তাল লোকসভা, মমতাকে টার্গেট করে সুর চড়ালেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি

কাটমানি নিয়ে তৃণমূল নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফের আসরে নামল বিজেপি।

লকেট চ্যাটার্জি( Photo Credits-ANI)

দিল্লি, ২ জুলাই, ২০১৯: কাটমানি নিয়ে তৃণমূল নেতাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফের আসরে নামল বিজেপি(BJP)। লোকসভায় কাটমানি নিয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ লকেট চ্য়াটার্জি( Locket Chaterjee)। জিরো আওয়ারে কাটমানি নিয়ে বলতে গিয়ে লকেট অভিযোগ করেছেন, ‘‌কাটমানির বেশিরভাগটাই নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি( Mamata Banerjee) । পশ্চিমবঙ্গে জন্ম থেকে মৃত্যু সবক্ষেত্রেই রমরমিয়ে চলছে কাটমানি। মুখ্যমন্ত্রীই তাঁর দলের নেতাদের বলেছিলেন, কাটমানির টাকার ২৫ শতাংশ আপনারা রাখুন আর ৭৫ শতাংশ আমাকে দিন। সেই টাকায় কালীঘাটে ১৩টা ফ্ল্যাট হয়েছে। পুরী ও গোয়ায় হোটেল হয়েছে। থাইল্যান্ড থেকে সোনা আসছে।’‌

 

তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রীকে সরাসরি আক্রমণ করায় লোকসভার মধ্যেই শোরগোল শুরু করে দেন তৃণমূল সাংসদরা। তাঁদের তোয়াক্কা না করেই লকেট আরও সুর চড়াতে থাকেন। উত্তেজনা থামাতে শেষে হস্তক্ষেপ করেন স্পিকার‌। তিনিই লকেটকে বক্তব্য শেষ করতে বলেন। এর আগে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষও একই ভাবে কাটমানি ইস্যুতে লোকসভায় সরব হয়েছিলেন। তৃণমূল সরকারকে কটাক্ষ করে সেদিন লোকসভায় দিলীপ বলেছিলেন, ‘‌সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি কথা শোনা যাচ্ছে। সেটা কাটমানি। আর কোনও রাজ্যে এই শব্দটি শোনা গিয়েছে বলে মনে হয় না। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলছেন কাটমানি প্রতিরোধে আইন আনবেন।’‌ আরও পড়ুন, সারদা মামলায় রাজীব কুমারের অন্তর্বর্তী স্থগিতাদেশ ২২ জুলাই পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট

 

গত ১৮ জুন দলের নেতা কর্মীদের কাটমানি ফেতর দেওযার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে এই কাটমানি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। জেলায় জেলায় কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। শেষে তৃণমূল কংগ্রেসকে বিবৃতি জারি করে বলতে হয়েছিল দলের ৯৯ শতাংশ নেতা সৎ। এর পরেও থামেনি বিক্ষোভ। শেষে কাটমানি নেওয়ার অভিযোগ জানাতে নবান্নে হেল্পলাইন খোলা হয়েছে। এমনকী নতুন আইন তৈরিরও সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।



@endif