Agnimitra Paul Attacks Shatrughan Sinha: 'তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ছক কষছেন শত্রুঘ্ন সিনহা', আসানসোলের সাংসদকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের

আসানসোলের সাংসদকে তীব্র কটাক্ষ করলেন আসানসোলেরই বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। শত্রুঘ্ন শিনহা তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ছক কষছেন বলেও দাবি করলেন তিনি।

Photo Credits: PTI & FB

কলকাতা: রবিবার সকালেই রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের বিষয়ে বিজেপি সরকার (BJP Government) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) আক্রমণ করেছেন আসানসোলের তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা (Asansol's TMC MP Shatrughan Sinha) । বিনাশকালে বিপরীত বুদ্ধির উদয় হয়েছে গেরুয়া শিবিরের বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনার ফলে রাহুল গান্ধী দেশজুড়ে আরও জনপ্রিয় হয়ে উঠবেন ও আগামী বছর হতে চলা লোকসভা নির্বাচনে কংগ্রেস ১০০টির বেশি আসন পাবে বলেও দাবি করেছেন।

রবিবার বিকেলে তাঁর এই মন্তব্যের জন্য আসানসোলের সাংসদকে তীব্র কটাক্ষ করলেন আসানসোলেরই বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul)। শত্রুঘ্ন শিনহা তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ছক (planning to join Congress) কষছেন বলেও দাবি করলেন তিনি।

এপ্রসঙ্গে তিনি বলেন, "আমার মনে হয় তৃণমূল কংগ্রেস কোনও সুযোগ (opportunity) দিচ্ছে না বলে শত্রুঘ্ন সিনহা কংগ্রেসে (Congress) যোগ দেওয়ার ছক কষছেন। আর সেই কারণেই তিনি এই ধরনের কথা বলছেন। আদালতের নির্দেশের ফলেই রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে।"

রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি আরও বলেন, "রাহুল গান্ধী ওবিসি সম্প্রদায়ের (OBC community) মানুষদের অনুভূতিতে আঘাত করেছেন। এতে প্রধানমন্ত্রী কী করতে পারনে। শত্রুঘ্ন সিনহার নিজের দল বদলানোর পুরনো ইতিহাস রয়েছে।" আরও পড়ুন: Deputy High Commission Of Bangladesh In Kolkata: কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে পালিত হল ৫২তম স্বাধীনতা দিবস