Agnimitra Paul Attack Mamata Banerjee: অসংবেদনশীল বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ, ভিডিয়োতে শুনুন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের বক্তব্য

রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন আসানসোলের বিজেপি সম্পাদিকা অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রীকে অংসবেদনশীল বলেও তোপ দাগেন তিনি।

Photo Credits: FB & ANI

কলকাতা: রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি নিয়ে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (WB Chief Minister Mamata Banerjee) তীব্র আক্রমণ করলেন আসানসোলের বিজেপি সম্পাদিকা অগ্নিমিত্রা পাল (BJP MLA Agnimitra Paul)। মুখ্যমন্ত্রীকে অংসবেদনশীল (insensitive) বলেও তোপ দাগেন তিনি। আরও পড়ুন: Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গ বিজেপির রাজ্য সম্পাদিকা বলেন, "এখানে সম্পূর্ণ নৈরাজ্য (anarchy) চলছে। প্রতিদিন বোমা বিস্ফোরণে (bomb blast) মানুষ মারা যাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি বিভাগেই কেলেঙ্কারি (scam) চলছে। তাঁর শুধুমাত্র নামই মমতা। কিন্তু, বাংলার জনগণের সমস্যা (people's problem) সমাধানে তিনি যে কাজগুলি করেন তাতে সামান্য সংবেদনশীলতার দেখাও পাওয়া যায় না। এটা খুবই লজ্জাজনক এবং খুবই বিরক্তিকর যে আমরা এমন একজন অসংবেদনশীল মুখ্যমন্ত্রী পেয়েছি।" আরও পড়ুন: CM Mamata Banerjee Dancing With Salman Khan: 'দিদি'র ডাক শুনেছেন তাই মুখ্যমন্ত্রীকে শেষমেশ নাচিয়ে ছাড়লেন সলমন, দেখুন চলচ্চিত্র উৎসবের ভিডিয়ো

দেখুন ভিডিয়ো: