Amit Malviya Attacks Mamata Banerjee: হাওড়ায় রাম নবমীর শোভাযাত্রায় গণ্ডগোলের জেরে মমতাকে তোপ, ভিডিয়োতে দেখুন আরও কী বললেন অমিত মালব্য

বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার কাজিপাড়া এলাকায় রাম নবমীর শোভাযাত্রা চলাকালীন তুমুল গণ্ডগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি প্রায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল।

Photo Credits: FB

কলকাতা: বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার (Howrah) কাজিপাড়া (Kajipara) এলাকায় রাম নবমীর শোভাযাত্রা (Ram Navami procession) চলাকালীন তুমুল গণ্ডগোলের (ruckus) সৃষ্টি হয়। পরিস্থিতি প্রায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। একটা সময় বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে সেগুলি পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পাশাপাশি এলাকাবাসীর মন থেকে আতঙ্ক দূর করতে ফ্ল্যাগ মার্চ করে পুলিশ। যদিও এখনও সেখানকার অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর মধ্যেই এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal Chief Minister Mamata Banerjee) তীব্র আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য (BJP Leader Amit Malviya)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী (Bengal CM) ও স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) হিসেবে মমতা ব্যানার্জি প্রত্যক্ষভাবে হিংসার জন্য দায়ী (directly responsible for violence)। যখন ১০ হাজার শোভাযাত্রা হচ্ছে তখন তিনি ধর্নায় (Dharna) বসে আছেন। যখন তাঁর পুলিশ মোতায়েনের (Police mgmt) দিকে নজর রাখা উচিত ছিল তখন তিনি রাজনীতি (politics) করতেই ব্যস্ত ছিলেন।" আরও পড়ুন: Army Jawans Died In Barrackpore: প্রশিক্ষণের সময় দুর্ঘটনার জের, ব্যারাকপুরে মৃত দুই সেনা জওয়ান