Amit Malviya attacks Bihar & WB CM: বিরোধীদের নেতা কে? নীতীশ কুমার ও মমতার বৈঠককে কটাক্ষ অমিত মালব্যর

সোমবার দুপুরেই নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর যৌথ সাংবাদিক বৈঠক করে বিজেপিকে শূন্যে নামিয়ে আনতে চান বলে মন্তব্য করেন।

Photo Credits: ANI

কলকাতা: সোমবার দুপুরেই নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর যৌথ সাংবাদিক বৈঠক করে বিজেপিকে শূন্যে নামিয়ে আনতে চান বলে মন্তব্য করেন। ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধীদের ঐক্য গড়ে বিজেপিকে দেশ থেকে উৎখাত করার আহ্বান জানান। এই সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরেই বিরোধীদের নেতা কে তা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করলেন বিজেপির আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অমিত মালব্য (BJP leader Amit Malviya)।

এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী (CM) হিসেবে নীতীশ কুমার (Nitish Kumar) কি বিহারের (Bihar) জন্য কোনও কাজ করেছেন? তিনি মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সঙ্গে দেখা করেছেন। মমতা ব্যানার্জি দেখা করেছেন অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে। অরবিন্দ কেজরিওয়াল আবার দেখা করেছেন শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে। বিরোধীরা এইভাবে শুধু মিটিংয়ের পর মিটিং (series of meetings) করে যাচ্ছে। কিন্তু, প্রশ্ন হচ্ছে বিরোধীদের নেতা কে (leader of the Opposition)? এদের নীতিগুলোও (policies) বা কী। তারা দেশের (country) জন্য কী চিন্তা করছে (thinking)? এই বিষয়ে কিন্ত কোনও আলোচনা (discussion) হচ্ছে না। যদি বিরোধীরা ২০২৪ সালের নির্বাচনে শুধুমাত্র 'মোদি হাটাও' (Modi hatao) এই মন্ত্রের (mantra) উপর ভর করে লড়াই করতে চায় তাহলে স্বাভাবিকভাবে জনগণের সমর্থন (public support) পাবে না।" আরও পড়ুন: Joint Press Conference In Nabanna: 'বিজেপিকে শূন্যতে নামিয়ে আনতে চাই', ভিডিয়োতে দেখুন নীতীশ ও তেজস্বীকে পাশে বসিয়ে একসঙ্গে লড়াইয়ের ডাক মমতার