WB Assembly Elections 2021: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দুর উল্লেখিত সম্পত্তির পরিমাণ মমতার থেকে বেশি
নবান্ন দখলের লড়াই শুরু হতে মাঝে আর মাত্র একটা দিনই বাকি। দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল। ঠিক তার আগে দ্বিতীয় দফার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কত পরিমাণ সম্পত্তির মালিক, সেই সংক্রান্ত নানা তথ্য প্রকাশ করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম বা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংস্কারের জন্য কাজ করা বেসরকারি সংস্থা ‘ইলেকশন ওয়াচ’। নির্বাচন কমিশনের তথ্য অনুয়ায়ী দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোট হবে। প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭১ জন প্রার্থী।
কলকাতা, ২৫ মার্চ: নবান্ন দখলের লড়াই শুরু হতে মাঝে আর মাত্র একটা দিনই বাকি। দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল। ঠিক তার আগে দ্বিতীয় দফার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কত পরিমাণ সম্পত্তির মালিক, সেই সংক্রান্ত নানা তথ্য প্রকাশ করল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম বা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংস্কারের জন্য কাজ করা বেসরকারি সংস্থা ‘ইলেকশন ওয়াচ’। নির্বাচন কমিশনের তথ্য অনুয়ায়ী দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোট হবে। প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭১ জন প্রার্থী। এই প্রার্থীদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যার মধ্যে ৩৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ গুরুতর। দ্বিতীয় দফার ভোটে হাইভোল্টেজ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘ভাঙা পায়েই যা খেলব না, বিজেপিকে বোল্ড আউট করে দেব’, মমতা
নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেখতে মুখিয়ে রয়েছে গোটা রাজ্য। এদিকে ইলেকশন ওয়াচের তথ্য অনুযায়ী নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০১৬-র তুলনায় সম্পত্তি কমেছে ৪৫.০৮ শতাংশ। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সম্পত্তি বেড়েছে ৬৮.৫৫ শতাংশ। দ্বিতীয় দফার ভোটে রাজ্যে কোটিপতি প্রার্থীর সংখ্যা ২৬। গতবারের তুলনায় সম্পদ বৃদ্ধির হারে আবার সব থেকে এগিয়ে রয়েছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের সিপিএম প্রার্থী ইব্রাহিম আলি শেখ। তাঁর সম্পদ বেড়েছে ২১৪১ শতাংশ। তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ লক্ষ টাকার কিছু বেশি। গত বার তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ছিল ৪৯ হাজার টাকা। কাকদ্বীপের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরার সম্পদ বৃদ্ধির হার ৭৩৫ শতাংশ। গত বার তাঁর সম্পদ ছিল প্রায় আট লক্ষ। এ বার তার পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ লক্ষ টাকা।
পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের মোট সম্পদের পরিমাণ ১৯ কোটি ২১ লক্ষ টাকার কিছু বেশি। তাঁর পরেই রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা। তার সম্পদের পরিমাণ ১৪ কোটি টাকার কিছু বেশি। বাঁকুড়ার তালডাংরার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সম্পদের পরিমাণ সাড়ে আট কোটির কিছু বেশি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী, অভিনেতা সোহম চক্রবর্তীর মোট সম্পদের পরিমাণ সাড়ে চার কোটি টাকা।