Police Commissioner of Kolkata: কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন বিনীত গোয়েল
কলকাতার নতুন পুলিশ কমিশনার (Police Commissioner of Kolkata) হচ্ছেন বিনীত গোয়েল (Binit Goyal)। সৌমেন মিত্রের জায়গায় এলেন তিনি। ৩১ ডিসেম্বর সৌমেন মিত্র অবসর নেবেন। বিনীত গোয়েল ১৯৯৪ সালের আইপিএস ব্যাচের ক্যাডার ৷ তিনি বর্তমানে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (STF) অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ADG) পদে রয়েছেন ৷
কলকাতা, ৩০ ডিসেম্বর: কলকাতার নতুন পুলিশ কমিশনার (Police Commissioner of Kolkata) হচ্ছেন বিনীত গোয়েল (Binit Goyal)। সৌমেন মিত্রের জায়গায় এলেন তিনি। ৩১ ডিসেম্বর সৌমেন মিত্র অবসর নেবেন। বিনীত গোয়েল ১৯৯৪ সালের আইপিএস ব্যাচের ক্যাডার ৷ তিনি বর্তমানে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (STF) অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (ADG) পদে রয়েছেন ৷
কয়েক মাস আগে রাজারহাটের সাপুরজি আবাসনে এনকাউন্টারের ঘটনায় বড়সড় সাফল্য পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ৷ পঞ্জাবের দুই দুষ্কৃতী ওই আবাসনেই লুকিয়ে ছিল। এনকাউন্টারে তারা নিহত হয়। ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বিনীত। আরও পড়ুন: Kolkata Bans UK Flights: ৩ জানুয়ারি থেকে কলকাতায় ব্রিটেনের বিমান নামায় নিষেধাজ্ঞা জারি রাজ্যের
এদিকে, কলকাতার পুলিশ কমিশনার পদে অবসর নেওয়ার পরও অব্যাহতি পাচ্ছেন না সৌমেন মিত্র। অবসরের পর তাঁকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি (OSD) নিয়োগ করা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।