Special Trains For Stranded People: আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফেরাতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া (Stranded people) রাজ্যের বাসিন্দাদের ফেরাতে ১০৫টি বিশেষ ট্রেনের (Special trains) ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আজ একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Chief Minister Mamata Banerjee)। আজ টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "দেশের বিভিন্ন অঞ্চলে আটকে পড়া আমাদের সমস্ত লোকজন ও যারা বাংলায় ফিরে আসতে চায়, তাদের সহায়তা করার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল। আমি ঘোষণা করে খুশি হচ্ছি যে আমরা ১০৫টি অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। আগামী দিনে এই বিশেষ ট্রেনগুলি আমাদের রাজ্যের বাসিন্দাদের ঘরে ফেরাবে। দেশের বিভিন্ন রাজ্য থেকে ট্রেনগুলি ছাড়বে ও রাজ্যের বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।"
কলকাতা, ১৪ মে: দেশের বিভিন্ন জায়গায় আটকে পড়া (Stranded people) রাজ্যের বাসিন্দাদের ফেরাতে ১০৫টি বিশেষ ট্রেনের (Special trains) ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আজ একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Chief Minister Mamata Banerjee)। আজ টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "দেশের বিভিন্ন অঞ্চলে আটকে পড়া আমাদের সমস্ত লোকজন ও যারা বাংলায় ফিরে আসতে চায়, তাদের সহায়তা করার বিষয়ে আমাদের প্রতিশ্রুতি ছিল। আমি ঘোষণা করে খুশি হচ্ছি যে আমরা ১০৫টি অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। আগামী দিনে এই বিশেষ ট্রেনগুলি আমাদের রাজ্যের বাসিন্দাদের ঘরে ফেরাবে। দেশের বিভিন্ন রাজ্য থেকে ট্রেনগুলি ছাড়বে ও রাজ্যের বিভিন্ন গন্তব্যে পৌঁছবে।"
পরিযায়ী শ্রমিক ও আটকে পড়া বাসিন্দাদের ফেরানো নিয়ে কয়েকদিন ধরেই তরজা চলছে রাজ্য় ও কেন্দ্রীয় সরকারের মধ্যে। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ট্রেন চালানোয় অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ করে চিঠি পাঠান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পালটা শাসকদলও আক্রমণ করে। স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে কথা বলছেন বলে দাবি করে তৃণমূল (TMC)। আরও পড়ুন: Indian Railway: আগামী ৩০ জুন পর্যন্ত শ্রমিক ট্রেন ও স্পেশ্যাল ট্রেন ছাড়া সমস্ত টিকিট বুকিং বাতিল করল রেল
ট্রেনের তালিকা পেতে ক্লিক করুন এখানে: https://www.wb.gov.in/pdf/Train_Schedule.pdf
১২ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়াও আটকে পড়াদের জন্য বিশেষ ট্রেন চালাচ্ছে রেল। আজ রেলের তরফে জানানো হয়েছে, ৩০ জুন পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন ও অন্য স্পেশাল ট্রেন ছাড়া বাকি সব ট্রেনের বুকিং বাতিল করা হচ্ছে। বুধবার রেলমন্ত্রক এনিয়ে ইতিমধ্যেই বুক হওয়া ট্রেন টিকিট বাতিলের নতুন গাইড লাইন প্রকাশ করেছে। তবে বলা হয়েছে, ট্রেন বাতিল হলে যিনি টিকিট কেটেছেন তাঁর অ্যাকাউন্টে টাকা ফেরত চলে যাবে। এছাড়া ভারতীয় রেল কর্তৃপক্ষের থেকে আরও জানানো হয়েছে, ১৩ মে থেকে অনলাইন বুকিংয়ের সময় সমস্ত যাত্রীর গন্তব্যস্থলের বিবরণ নথিভুক্ত করছে আইআরসিটিসি। কন্ট্রাক্ট ট্রেসিংয়ের জন্য প্রয়োজন পড়লে আগামীতে এই তথ্য ব্যবহার করা হবে।