Kolkata: বৃহস্পতিবার থেকে ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ
আবারও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হতে চলেছে বেলুড় মঠ (Belur Math)। করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। তাই আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে মঠ। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানানো হয়েছে। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, ‘‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ২২ এপ্রিল ২০২১ থেকে পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’’
বেলুড়, ২১ এপ্রিল: আবারও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হতে চলেছে বেলুড় মঠ (Belur Math)। করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যাচ্ছে। তাই আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে মঠ। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানানো হয়েছে। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, ‘‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ২২ এপ্রিল ২০২১ থেকে পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’’
গত বছরের মার্চ মাসে দেশজুড়ে লকডাউনের (Coronavirus Lockdown) বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। ১৯২ দিন বন্ধ থাকার পরে ১৫ জুন ফের খুলে দেওয়া হয়েছিল মঠ। করোনাবিধি মেনে ভক্তদের মঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আরও পড়ুন: Eastern Railways: শিয়ালদহ ও হাওড়া শাখার ৬২৪ কর্মী করোনা আক্রান্ত, ব্যাহত রেল পরিষেবা
অগাস্ট মাসে মঠের কয়েকজন সন্ন্যাসী করোনা আক্রান্ত হন। তখন ফের ২ অগাস্ট থেকে বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি কোভিডবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। এরপর আবারও বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ফের বন্ধ হতে চলেছে বেলুড় মঠ।