Belur Math Reopens Now: করোনা সতর্কতায় বুধবার থেকে খুলছে বেলুড় মঠ ও তারকেশ্বর মন্দির

ভক্ত অনুরাগীদের জন্য সুখবর। আজ বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের (Belur Math) দরজা। তবে করোনা আবহে মঠে আসতে গেল বেশকিছু নিয়মকানুন দর্শণার্থীদের মানতে হবে। কোভিড যেহেতু বড় বালাই, তাই মঠের সন্ন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না। প্রসাদ বিতরণ হবে না। মঠের চারটি গেস্টহাউসে এখনই পরিষেবা মিলছে না। মূল মন্দিরে ধ্যানে বসা যাবে না। সন্ধ্যা আরতি দর্শনেরও কোনও ব্যবস্থা থাকছে না। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ও দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মঠে থাকতে পারবেন। ১৯২ দিন লকডাউনের জেরে বন্ধ ছিল বেলুড় মঠ।

বেলুড় মঠ(Photo Credits: Twitter)

কলকাতা, ১০ ফেব্রুয়ারি: ভক্ত অনুরাগীদের জন্য সুখবর। আজ বুধবার থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠের (Belur Math) দরজা। তবে করোনা আবহে মঠে আসতে গেল বেশকিছু নিয়মকানুন দর্শণার্থীদের মানতে হবে। কোভিড যেহেতু বড় বালাই, তাই মঠের সন্ন্যাসীদের পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না। প্রসাদ বিতরণ হবে না। মঠের চারটি গেস্টহাউসে এখনই পরিষেবা মিলছে না। মূল মন্দিরে ধ্যানে বসা যাবে না। সন্ধ্যা আরতি দর্শনেরও কোনও ব্যবস্থা থাকছে না। প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ও দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মঠে থাকতে পারবেন। ১৯২ দিন লকডাউনের জেরে বন্ধ ছিল বেলুড় মঠ। তারপর চালু হলেও এতদিনে মিলল দর্শণার্থীদের প্রবেশের অনুমতি। আরও পড়ুন-JP Nadda: ‘বাংলাকে ভাইপো কলঙ্কিত করেছে, মানুষ আপনাকে কাট করে দেবে’; খড়গপুরে মমতাকে আক্রমণ নাড্ডার

করোনাকাল কাটিয়ে গত জুনে খুলেছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। তবে সেখানে ফল মিষ্টি নিয়ে প্রবেশ করা গেলেও ফুল বেলপাতা নিয়ে যাওয়া যাচ্ছে না। দর্শণার্থীদের মাস্ক পরতে হচ্ছে। থার্মাল স্ক্রিনিং, জীবাণুনাশক টানেল পেরিয়ে মন্দিরে প্রবেশের পর দূরত্ব বিধি বজায় রেখেই সারতে হচ্ছে পুজোপর্ব। একইভাবে আজ থেকেই খুলেযাচ্ছে হুগলির তারকেশ্বরের মন্দির। শিব চতুর্দশী আসতে এখনও মাস খানেক বাকি। লকডাউনের জেরে মাস পাঁচেক আগে মন্দির খুললেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি এতদিন ছিল না। আজ থেকে পুণ্যার্থীরা গর্ভগৃহে প্রবেস করে পুজো দিতে পারবেন। তবে মানতে হবে বেশকিছু বিধিনিষেধ। গর্বগৃহে পুণ্যার্থী সঙ্গে রাখতে পারবেন ফুল বেলপাতাষ ধূপ বা মোমবাতির কোনওটিই জ্বালানো যাবে না। জুন মাসে লকডাউনের শেষে একদিনের জন্য তারকেশ্বর মন্দির খুললেও সংক্রমণ বাড়তে থাকায় পুণ্যার্থীদের জন্য পরের দিন ফের বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা।