Attack on BJP Leader Shamik Bhattacharya's Car: ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পথে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলা

টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লার.খুনের পর রাজ্য রাজনীতির আবহাওয়া এখনও উত্তপ্ত। এরই মধ্যে গেরুয়া শিবিরের আরএক নেতা শমীক ভট্টাচার্যের গাড়িতে হামলার ঘটনা ঘটল ডায়মন্ড হারবারে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই শমীকবাবুর গাড়ির ওপর এলোপাথারি ইটবৃষ্টি করেছে। অভিযোগ অস্বীকার করে শাসকদল জানিয়েছে, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই হামলা হয়েছে।

বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Picture Source: facebook)

কলকাতা, ৬ অক্টোবর: টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লার.খুনের পর রাজ্য রাজনীতির আবহাওয়া এখনও উত্তপ্ত। এরই মধ্যে গেরুয়া শিবিরের আরএক নেতা শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) গাড়িতে হামলার ঘটনা ঘটল ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই শমীকবাবুর গাড়ির ওপর এলোপাথারি ইটবৃষ্টি করেছে। অভিযোগ অস্বীকার করে শাসকদল জানিয়েছে, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই এই হামলা হয়েছে।

নতুন কৃষি আইনের সমর্থনে জেলায় জেলায় কৃষক সুরক্ষা যাত্রা করছে বিজেপি। ডায়মন্ড হারবারের মোহনপুরে সেই দলীয় সভাতে যাচ্ছিলেন শমীক ভট্টাচার্য। ওই হামলার ঘটনায় জখম হয়েছেন তাঁর গাড়ির চালক। শমীকবাবুরও অল্প আঘাত লেগেছে বলে খবর। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খবর, ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে জখম বিজেপি নেতা ও তাঁর গাড়ির চালকের। বিজেপি সূত্রে খবর, এরপর ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাতে যেতে পারেন শমীক ভট্টাচার্য। আরও পড়ুন, মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেপ্তার আততায়ী ও ব্যবসায়ী, পুরোনো শত্রুতার জেরেই হত্যা বলছে পুলিশ

এই প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,"তিনি ডায়মন্ড হারবার যাচ্ছিলেন পার্টির কার্যক্রমে যোগ দিতে। পথে তাঁর গাড়িতে আক্রমণ হয়। গাড়ি ভাঙচুর হয়। প্রত্যেকদিন পশ্চিমবঙ্গের অরাজকতা সামনে চলে আসছে। এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর কোনও বিবৃতি সংবাদমাধ্যম শুনেছেন কিনা আমার যান নেই। আজ শমীক দার ওপর আক্রমণ, গণতন্ত্রের ওপর আক্রমণের তীব্র নিন্দা করছি।"