Attack on BJP Leader Babu Master: মিনাখাঁয় বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়ির ওপর গুলি, বোমা ছুঁড়ে হামলা; মাথায় বোমার স্‍‍প্লিন্টারের আঘাত নিয়ে ভর্তি হাসপাতালে

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতার ওপর চলল হামলা। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিজেপি নেতা বাবু মাস্টারের উপর হামলার ঘটনা ঘটল। বসিরহাটে সভা সেরে ফেরার সময় গুলি, বোমা নিয়ে হামলা চালানো হয় তাঁর ওপর। বিজেপি নেতার গাড়ি ঘিরে এলোপাথাড়ি গুলি, বোমা। দিনকয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বাবু মাস্টার।

বাবু মাস্টারের গাড়ির ওপর গুলি, বোমা ছুঁড়ে হামলা

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতার (BJP Leader) ওপর চলল হামলা। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিজেপি নেতা বাবু মাস্টারের (Babu Master) ওপর হামলার ঘটনা ঘটল। বসিরহাটে সভা সেরে ফেরার সময় গুলি, বোমা নিয়ে হামলা চালানো হয় তাঁর ওপর। বিজেপি নেতার গাড়ি ঘিরে এলোপাথাড়ি গুলি, বোমা। দিনকয়েক আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বাবু মাস্টার।

কীভাবে হামলা, কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে প্রতিক্রিয়া পুলিশের। গত ১৮ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস ছাড়েন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বাবু মাস্টার। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন বাবু মাস্টার। বাসন্তী হাইওয়েতে স্পিডব্রেকারে গাড়ি থামতেই হামলা চালানো হয়। বিজেপি নেতা বাবু মাস্টারের মাথায় বোমার স্‍‍প্লিন্টারের আঘাত লেগেছে বলে জানা যায়। আরও পড়ুন, শহর কলকাতায় সিনেমার কায়দায় অপহরণ ওয়েব ডিজাইনারকে, ৩ লক্ষ টাকা মুক্তিপণ আদায়

বেশ কিছুদিন ধরে তিনি বসিরহাটে থাকছিলেন না বলেও জানা যায়।