Anubrata Mondal: অর্শের সমস্যায় কাবু ডায়াবেটিক অনুব্রতকে ভোগাচ্ছে শ্বাসকষ্ট, বিশ্রামের পরামর্শ দিলেন চিকিৎসক

অর্শের সমস্যায় রীতিমতো কাবু তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিক আজ সকালেই তাঁর চিনার পার্কের বাড়িতে টোটো চেপে এসে সমন দিয়ে গেছেন এক সিবিআই কর্তা।

Anubrata Mandal. (Photo Credits: Twitter)

বোলপুর, ৯ অগাস্ট: অর্শের সমস্যায় রীতিমতো কাবু তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিক আজ সকালেই তাঁর চিনার পার্কের বাড়িতে টোটো চেপে এসে সমন দিয়ে গেছেন এক সিবিআই কর্তা। আগামী কাল বুধবার তাঁকে গরুপাচার মামলায় বেলা ১১ টা নাগাদ নিজাম প্যালেসে হাজিরা দিয়ে বলা হয়েছে। আরও পড়ুন-WhatsApp New Privacy Features Announced: সকলের অগোচরে গ্রুপ চ্যাট থেকে সরতে পারবেন, স্ক্রিনশট ব্লক-সহ নতুন ফিচার আনল WhatsApp

এদিকে সিপিআইয়ের দশম সমন পেয়ে একেবারে মুষরে পড়েছেন অনুব্রতবাবু। চিন্তায় শ্বাষকষ্ট বেড়েছে। এদিন তৃণমূল নেতাকে দেখতে তাঁর বাড়িতে যায় বোলপুর মহকুমা হাসপাতালের পাঁচ সদস্যের মেডিক্যাল টিম। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক চন্দ্রনাথ সরকার জানান, অনুব্রতবাবুর শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়। তাঁর অর্শের সমস্যা বেড়েছে। তবে শ্বাসকষ্ট জনিত সমস্যা থাকায় তাঁর অস্ত্রোপচার সম্ভব নয়।

চন্দ্রনাথবাবু সাংবাদিকদের জানান, ওসিডি-সহ বেশ কয়েকটি পুরোনো সমস্যা রয়েছে ডায়াবেটিক অনুব্রত মণ্ডলের। এখন তাঁর বাইরে না যাওয়াই ভাল। সবথেকে বেশি জরুরি বিশ্রামের। ডায়াবেটিস থাকায় অস্ত্রোপচারও করা যাবে না। অর্সের সমস্যা কাটাতে বেশি করে ফল ও জল খেতে হবে তৃণমূল নেতাকে। শরীর খারাপ থাকলেও এখনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে না।

উল্লেখ্য, গতকালই সিবিআইয়ের নবম সমন এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। এসএসকেএম ঘুরে সোজা চিনার পার্কের বাড়িতে চলে আসে তাঁর গাড়ি। আজও ফের তাঁকে বাড়ি বয়ে সমন দিয়ে যাওয়া হয়েছে। আগামী কাল নিজাম প্যালেসে দিতে হবে হাজিরা। কিন্তু শরীরের যা পরিস্থিতি তাতে তিনি নিজাম প্যালেসে আদৌ যেতে পারবেন কি না, তানিয় তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। গতকাল এসএসকেএমের চিকিৎসকরা তাঁকে দেখেছেন। তারপর ফের আজ বোলপুর মহকুমা হাসপাতালের মেডিক্যাল টিম তাঁকে দেখে গেল। সিবিআই-এর দপ্তরে তাঁর গরহাজির থাকার কারণ হিসেবেই কি চিকিৎসক দলের বাড়িতে আসা? বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত ওয়াকিবহাল মহল।