Anis Khan Murder Case: রাজ্য পুলিশে ভরসা নেই, সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিস খানের বাবা

আনিস খানের মৃত্যু রহস্য যাতে প্রকাশ্যে আসে, সে বিষয়ে সিট গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। তবে সিট-এর অফিসাররা আনিস খানের বাড়িতে যেতেই তাঁদের উপর অনাস্থা প্রকাশ করেন প্রয়াত ছাত্রনেতার বাবা।

Anis Khan Murder Case (Photo Credit: Twitter)

কলকাতা, ২২ ফেব্রুয়ারি:  রাজ্য পুলিশের (Police) উপর আস্থা নেই। সিবিআই (CBI) তদন্তের দাবি করলেন আলিয়ার ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) বাবা। সিবিআই তদন্ত ছাড়া সিটের উপর পরিবারের ভরসা নেই বলে স্পষ্ট জানান আনিস খানের বাবা সালেম খান।

আনিস খানের মৃত্যুর তদন্তে সোমবার বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট (SIT) গঠন করে রাজ্য সরকার। সিট গঠনের পরই ৩ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে যায়। আনিস খানের মৃত্যু রহস্য ধামাচাপা দিতেই সিট গঠন করা হয়েছে বলে অভিযোগ করতে শুরু করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো রাজ্যের বিজেপি (BJP) নেতৃত্ব।

আরও পড়ুন:  Russia-Ukraine Conflict: ইউক্রেনে যে কোনও সময় রাশিয়ার হামলা? কিভ থেকে ২৫৪ ভারতীয়কে আজ রাতে ফেরাচ্ছে দিল্লি

বিজেপি যখন সিট গঠন নিজে প্রশ্ন তুলতে শুরু করে, সেই সময় প্রয়াত ছাত্রনেতার বাড়িতে যান তদন্তকারী অফিসাররা। সিটের তদন্তকারী অফিসারদের দেখে ফের ক্ষোভ প্রকাশ করেন আনিস খানের বাবা। রাজ্য পুলিশের উপর ভরসা নেই। তিনি সিবিআই তদন্ত চান বলে স্পষ্ট জানান আনিস খানের বাবা সালেম খান। পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে সরব হন আনিস খানের বাবা।