Dilip Ghosh: 'শনির প্রকোপ বাড়লে তখন এ ধরনের মহামারী হয়', নতুন দাবি দিলীপ ঘোষের
মাস্ক, গোমুত্র। এবার শনি দেবতার প্রকোপ। করোনাভাইরাস (Coronavirus outbreak) নিয়ে এবার নতুন তত্ত্ব বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি বলেন, "পূরাণে ভাইরাসের কথা বলা হয়েছে। শনির (Saturn) যে বছর প্রকোপ বাড়ে তখন এধরনের মহামারী (Pandemic) হয়। পিৎজা, বার্গার, পাস্তা যারা খান তারাই বেশি আক্রান্ত হয়েছেন। পাস্তা খেলে পস্তাতে হবে। নিম পাতার রস খান।" এর আগে গোমূত্র পান, ঠাকুরের প্রসাদ খেয়ে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার কথা বলেছিলেন দিলীপবাবু। আজ দিলীপ আরও বলেন, "বিমান পরিষেবা বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হবে না। বিদেশে থাকা এদেশের নাগরিকদের সেখানে ফেলে রাখতে পারি না। যারা একথা বলছেন তাদের আমলাই তো আদরের ছেলেকে পায়ের তলা দিয়ে ঢুকিয়ে নিয়ে চলে এসেছেন।"
কলকাতা, ২১ মার্চ: মাস্ক, গোমুত্র। এবার শনি দেবতার প্রকোপ। করোনাভাইরাস (Coronavirus outbreak) নিয়ে এবার নতুন তত্ত্ব বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তিনি বলেন, "পূরাণে ভাইরাসের কথা বলা হয়েছে। শনির (Saturn) যে বছর প্রকোপ বাড়ে তখন এধরনের মহামারী (Pandemic) হয়। পিৎজা, বার্গার, পাস্তা যারা খান তারাই বেশি আক্রান্ত হয়েছেন। পাস্তা খেলে পস্তাতে হবে। নিম পাতার রস খান।" এর আগে গোমূত্র পান, ঠাকুরের প্রসাদ খেয়ে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার কথা বলেছিলেন দিলীপবাবু। আজ দিলীপ আরও বলেন, "বিমান পরিষেবা বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হবে না। বিদেশে থাকা এদেশের নাগরিকদের সেখানে ফেলে রাখতে পারি না। যারা একথা বলছেন তাদের আমলাই তো আদরের ছেলেকে পায়ের তলা দিয়ে ঢুকিয়ে নিয়ে চলে এসেছেন।"
সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, শনিবার প্রবাসী বাঙালিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য নতুন ওয়েবসাইট চালু করল বঙ্গ বিজেপি। যার নাম দিলীপ ঘোষ ডট অনলাইন। শনিবার ওই ওয়েবসাইট লঞ্চ করেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় করোনাভাইরাসের প্রকোপ নিয়ে তিনি বলেন, "আমি একটা মনসাপুজোতে গিয়ে বলেছিলাম, নিমের রস, থানকুনির রস খেয়ে আমরা বড় হয়েছি। এটা ভারতীয় সংস্কৃতি, পরম্পরা। এটা খাওয়াতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাই এখানে করোনার প্রকোপ কম। ফ্লু, পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা মোকাবিলা করে এসেছি। এখুনি আমি বলব একটা কথা, যেটা নিয়ে এখুনি সোশাল মিডিয়াতে হাসাহাসি শুরু হয়ে যাবে। পুরাণে ভাইরাসের কথা বলা হয়েছে। শনির যে বছর প্রকোপ বাড়ে তখন এ ধরনের মহামারী হয়। দুমাস এর প্রকোপ বেশি থাকবে। তিন-চার মাসের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ২৫ মার্চ প্রকোপ সবচেয়ে বেশি হবে। আমরা প্রাকৃতিক চিকিৎসায় দীর্ঘদিন বিশ্বাস করে এসেছি। টোটকা, জরিবুটি খেয়ে যারা বিশ্বাস করেছে তাঁরা সুস্থ আছে। আমরা সিজন অনুযায়ী খাবার বদলাই। এখন গরম পড়ছে নিমপাতা, নিমফুল ভেজে খাব। অতি আধুনিক হতে গিয়ে ছেলে-মেয়েদের সর্বনাশ করবেন না।" আরও পড়ুন: Mamata Calls All Party Meet: করোনাভাইরাস মোকাবিলা, সোমবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
আজও তিনি গোমূত্র পানের সওয়াল করেন। বলেন, "বিশ্বাস করে মরা ভালো অবিশ্বাস করে বাঁচার চেয়ে। প্রতিষেধক বলে মনে হলে অবশ্যই খাওয়া উচিত। কে বলল গোমূত্র খেয়ে অসুস্থ হয়েছে। বিদেশে রপ্তানি হচ্ছে, কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। আমিও তো বলছি বাঁচতে কেউ চাইলে খাবে।"