অমিত শাহ (Photo Credits: PTI)

কলকাতা, ১ মার্চ: আজ কলকাতার শহিদ মিনার (Shaheed Minar) সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শহিদ মিনারে বিজেপির ‘অভিনন্দন’ সভায় ভাষণ দেবেন তিনি। রাজ্য বিজেপির তরফে CAA তৈরির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও (Jagat Prakash Nadda) শহিদ মিনারের সভায় উপস্থিত থাকতে পারেন। সভায় কয়েক লাখ বিজেপি কর্মী-সমর্থক জড়ো হবে বলে মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, বেলা ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে সরাসরি রাজারহাটে NSG-র একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুরে শহিদ মিনারে বিজেপির অভিনন্দন সভায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে যাবেন কালীঘাট মন্দিরে পুজো দিতে। বিকেলে রাজারহাটের একটি বেসরকারি হোটেলে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে। রাতের বিমানেই দিল্লি ফিরে যাবন অমিত শাহ। আরও পড়ুন: Meghalaya Clashes: দিল্লির পর উত্তপ্ত মেঘালয়, সিএএ নিয়ে আবারও জ্বলল আগুন

এদিকে অমিত শাহের সভার প্রতিবাদ আজই প্রতিবাদ পথ নামবে বামেরা। রবিবার পথে নেমে 'অমিত শাহ গো ব্যাক' স্লোগান দেওয়ার কর্মসূচি ছাত্র-যুবদের। দেখানা হবে কালো পতাকা। ইতিমধ্যেই ধর্ম-মত নির্বিশেষে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। শনিবার তিনি বলেন,''উনি স্বরাষ্ট্রমন্ত্রী নন, অনিষ্টমন্ত্রী। সিএএ সমর্থনের সভা করতে আসছেন। আইন পাশের পর সেটা বোঝাতে জায়গায় জায়গায় জনসভা করে বেড়াতে হচ্ছে। ওনার একটাই লক্ষ্য, ঘৃণার বাতাবরণ তৈরি করা। আগামীকাল পথে থাকবে বামেরা।''


আপনি এটাও পছন্দ করতে পারেন

Amit Shah: বিজেপিকে ভোট দিলে মমতা বন্দোপাধ্যায়ের গুন্ডাদের উল্টো ঝুলিয়ে দেওয়া হবে, হুশিয়ারি অমিত শাহের

Agnimitra Paul: অমিত মিত্র সিএএ আটকানোর কে? তৃণমূলের ইস্তেহার নিয়ে সমালোচনায় অগ্নিমিত্রা

WB Lok Sabha Elections 2024: এবারেও ৭ দফায় বাংলায় লোকসভা ভোট, ১৯ এপ্রিল নির্বাচন শুরু, ৪ জুন গণনা

CAA: 'সিএএ ভারতের আভ্যন্তরীন বিষয়, মার্কিন তথ্য ভুল, অযৌক্তিক', আমেরিকাকে পালটা জবাব ভারতের

CAA: সিএএ নিয়ে কেজরি, মমতা, স্ট্যালিন, বিজয়নদের প্রতিবাদ, ইন্ডিয়া জোটের বিরুদ্ধে পালটা বিক্ষোভে শরণার্থীরা, দেখুন ভিডিয়ো

CAA: আধার রয়েছে, যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা প্রত্যেকে ভারতের নাগরিক, মন্তব্য কুণালের

Amit Shah: ধর্মের বিচারে নাগরিকত্ব দেওয়া হবে না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Mamata Banerjee On CAA: 'বাংলায় কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না', স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী