Amit Shah Summoned by Special Court: অভিষেক ব্যানার্জিকে মানহানিকর মন্তব্য, অমিত শাহকে সমন জারি আদালতের

অমিত শাহ (Photo Credits: ANI)

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে মানহানির মামলা (Defamation Case) দায়ের করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। সেই মামলার পরিপ্রেক্ষিতেই ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বিধাননগরের সাংসদ বা বিধায়কদের জন্য নির্ধারিত বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে হবে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা তাঁর আইনজীবীকে। আরও পড়ুন: Petrol Diesel Price Hike: ফের বাড়ল পেট্রোপণ্যের মূল্য, শুক্রবার কলকাতায় ১ লিটার পেট্রোল বিকোচ্ছে ৯১ টাকা ৪১ পয়সায় 

বিশেষ আদালতের বিচারক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় যে মানহানির ধারায় মামলা করা হয়েছে। বিচারপতি শাহকে ২২ ফেব্রুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর কথায়, ২০১৮ সালের ১১ অগাস্ট মাসে মেয়ো রোডে বিজেপির সভায় অভিষেকের উদ্দেশে মানহানিকর মন্তব্য করেছিলেন অমিত শাহ। সেই মন্তব্যের প্রেক্ষিতেই সেই মাসেই মানহানিকর মামলা দায়ের করেন অভিষেক ব্যানার্জি। এই মামলার পরিপ্রেক্ষিতেই ২৮ অগাস্ট অমিত শাহকে সমন পাঠিয়েছে আদালত।