WB HS Exam 2021: উচ্চ মাধ্যমিকেও ১০০%, প্রায় ১৮ হাজার অনুত্তীর্ণ পড়ুয়াদের পাশ করিয়ে দিচ্ছে সংসদ

উচ্চমাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Examination) প্রায় ১৮ হাজার অনুত্তীর্ণ পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে বলে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা তুমুল বিক্ষোভের জেরে সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। সাংবাদিক বৈঠক করে সব পড়ুয়া উত্তীর্ণ হওয়ার ঘোষণা করেছেন সংসদের সভানেত্রী মহুয়া দাস। সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেন সংসদের সভানেত্রী। সেখানেই তিনি ১০০ শতাংশ উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। বলেন, ‘‘আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

(Photo Credits: Pexels)

কলকাতা, ২ অগাস্ট: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Examination) প্রায় ১৮ হাজার অনুত্তীর্ণ পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়া হবে বলে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা তুমুল বিক্ষোভের জেরে সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। সাংবাদিক বৈঠক করে সব পড়ুয়া উত্তীর্ণ হওয়ার ঘোষণা করেছেন সংসদের সভানেত্রী মহুয়া দাস। সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেন সংসদের সভানেত্রী। সেখানেই তিনি ১০০ শতাংশ উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। বলেন, ‘‘আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

রাজ্যজুড়ে অনুত্তীর্ণ পড়ুয়া ও তাদের অভিভাবকদের বিক্ষোভ চরম আকার নেয়। জেলায়-জেলায় গত কয়েকদিন ধরে লাগাতার এই বিক্ষোভের জেরে তুমুল অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। সেই পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে রাজ্যের মুখ্যসচিব নবান্নে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষকে তলব করে। কী ভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়ে আলোচনা চলে। আরও পড়ুন: Abhishek Banerjee Slams Biplab Dev: ‘বিজেপি শাসিত ত্রিপুরার গণতন্ত্র দেখুন’, হামলার ভিডিও প্রকাশ করলেন অভিষেক

ইঙ্গিতটা মিলেছিল সেদিনই। এবার সেই ইঙ্গিতই সত্যি হল। উচ্চ মাধ্যমিকে এবার সবাই পাশ। অনুত্তীর্ণ থাকা ১৮ হাজার পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়া হল।