Britannia: ব্রিটানিয়ার তারাতলার কারখানা বন্ধ, 'কোম্পানির দেওয়া VRS নিলেন স্থায়ী কর্মীরা', দাবি
তারাতলায় ব্রিটানিয়ার কোম্পানির কারখানায় যে স্থায়ী কর্মীরা ছিলেন, তাঁদের প্রত্যেককে ভিআরএসের আওতায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তারাতলা কারখানার প্রত্যেক স্থায়ী কর্মচারীকে ভিআরএস দেওয়া হবে ব্রিটানিয়ার তরফে। এই ঘোষণার পর সংশ্লিষ্ট ইউনিটের প্রত্যেক কর্মী কোম্পানির ভিআরএস গ্রহণ করেছেন বলে খবর।
কলকাতা, ২৪ জুন: ব্রিটানিয়ার (Britannia) তারাতলার কারখানা বন্ধ হতেই গোটা রাজ্য জুড়ে শুরু হয় শোরগোল। ব্রিটানিয়ার তারাতলার ইউনিট বনধের পর তা নিয়ে যখন শোরগোল শুরু হয়, সেই সময় সংশ্লিষ্ট কোম্পানির তরফে বিবৃতি প্রকাশ করা হয়। জানানো হয়, তারাতলায় ব্রিটানিয়ার কোম্পানির কারখানায় যে স্থায়ী কর্মীরা ছিলেন, তাঁদের প্রত্যেককে ভিআরএসের আওতায় নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তারাতলা কারখানার প্রত্যেক স্থায়ী কর্মচারীকে ভিআরএস দেওয়া হবে ব্রিটানিয়ার তরফে। এই ঘোষণার পর সংশ্লিষ্ট ইউনিটের প্রত্যেক কর্মী কোম্পানির ভিআরএস গ্রহণ করেছেন বলে খবর।
সম্প্রতি ব্রিটানিয়ার তারাতলা ইউনিটের তরফে সংশ্লিষ্ট কারখানা বন্ধ করা হবে বলে জানানো হয়। যা নিয়ে গোটা রাজ্য জুড়ে জোর আলোচনা শুরু হয়। গত ৭ দশক ধরে ব্রিটানিয়া তারাতলা ইউনিট থেকে বিস্কুট তৈরি করত। বৃহৎ এই কোম্পানির একটি ইউনিট বন্ধ হচ্ছে, এই ঘোষণার পর থেকেই তা নিয়ে জোরদার আলোচনা শুরু হয়ে যায়।