LOK SABHA ELECTIONS 2019: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের গতবারের ফলাফল, প্রার্থী তালিকা এক নজরে
ভুটান সীমান্ত সংলগ্ন জেলা আলিপুরদুয়ার। সীমান্ত জেলা হওয়ায় উত্তরবঙ্গে একটু বেশিই গুরুত্ব রয়েছে এই জেলার।
আলিপুরদুয়ার: ভুটান সীমান্ত সংলগ্ন জেলা আলিপুরদুয়ার। সীমান্ত জেলা হওয়ায় উত্তরবঙ্গে একটু বেশিই গুরুত্ব রয়েছে এই জেলার। একদিকে সীমান্ত শহর এবং অন্যদিকে চাবাগান। দুইয়ের মিলিত সহাবস্থান এই রাজ্যে।
বিধানসভা কেন্দ্র: তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট, নাগরাকাটা।
১৯৭৭ সাল থেকে আরএসপির শক্তঘাঁটি আলিপুরদুয়ার(Alipurduar)। বামেদের একচেটিয়া এই লোকসভা কেন্দ্রে ২০১৪ সাল পর্যন্ত সিঁধ কাটতে পারেনি অন্য কোনও রাজনৈতিক দল। আরএসপির দুর্গে ফাটল ধরতে শুরু করে ২০১৪ সাল থেকেই। সেবছরই লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকে। এক লহমায় বদলে যায় ইতিহাস।
২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল:
দশরত থিরকে( তৃণমূল কংগ্রেস)— প্রাপ্ত ভোট ৩,৬২,৪৫৩(Dasarth Tirke)
মনোহর তিরকে(আরএসপি)— প্রাপ্ত ভোট ৩,৪১,০৫৬(Monohar tirke)
বীরেন্দ্র ওঁরাও(বিজেপি)—প্রাপ্ত ভোট ৩,৩৫,৮৫৭
জোসেফ মুণ্ডা(কংগ্রেস)—প্রাপ্ত ভোট ১,১৬,৭১৮
২০১৯ সালে লোকসভা ভোটে প্রার্থী:
দশরথ তিরকে (তৃণমূল কংগ্রেস)
মিলি ওঁরাও(আরএসপি)(RSP)
জন বার্লা(বিজেপি)(Jan barla)
মোহনলাল বসুমাতা (কংগ্রেস)
মন্তব্য: দশরথ তিরকেতে ভরসা রেখেই এগোচ্ছে তৃণমূল। কারণ মূল প্রতিপক্ষ বিজেপি যাঁকে প্রার্থী করেছে সেই জন বার্লার ভাবমূর্তি রাজ্যে ভাল নয়। তবে এই সমীকরণে ভোট কাটার সম্ভাবনা প্রবল। কারণ বাম এবং কংগ্রেস এখানে পৃথক পৃথক প্রার্থী দিয়েছেন। কাজেই এই ভোট কাটাকাটিতে বামেদের ভোট বাড়তে পারে।