WB Assembly Elections 2021: ‘রথযাত্রায় বিজেপি নেতারা খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে’, বলরামপুরে পদ্ম শিবিরকে কটাক্ষ মমতার

গত বুধবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই বিরুলিয়া বাজারে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান তিনি। ওইদি রাতেই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দিন দুয়েক হাসপাতালে থাকার পর ছাড়া পান। রবিবার নন্দীগ্রাম দিবসে হুইল চেয়ারেই মিছিলে যোগ দেন তিনি। বিকেলে চলে আসেন দুর্গাপুর। আজ সোমবার বেলা দেড়টায় সেখান থেকে পুরুলিয়ার ঝালদায় এসে রাজনৈতিক জনসভা করেন। মঞ্চে থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান বাংলার অগ্নিকন্যা মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়(Photo Credits:Social Media)

বলরামপুর, ১৫ মার্চ: গত বুধবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই বিরুলিয়া বাজারে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান তিনি। ওইদি রাতেই তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দিন দুয়েক হাসপাতালে থাকার পর ছাড়া পান। রবিবার নন্দীগ্রাম দিবসে হুইল চেয়ারেই মিছিলে যোগ দেন তিনি। বিকেলে চলে আসেন দুর্গাপুর। আজ সোমবার বেলা দেড়টায় সেখান থেকে পুরুলিয়ার ঝালদায় এসে রাজনৈতিক জনসভা করেন। মঞ্চে থেকেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনটে নাগাদ পুরুলিয়ার বলরামপুরের সমাবেশ থেকে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন, “রথযাত্রায় বিজেপি নেতারা খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে।” আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘আমার পা তো ঠিক হয়ে যাবে, কিন্তু BJP-র পা আর বাংলায় পড়বে না’, মমতা বন্দ্যোপাধ্যায়

পুরুলিয়ার মাটি থেকে পের গর্জে উঠলেন মমতা। বললেন, “আমি সাধারণ ঘরের মেয়ে রাস্তায় থেকে লড়াই করি, স্ট্রিট ফাইটার। মুখ্যমন্ত্রী হয়েছি বলে বিশেষ চেয়ার নেই, জনগণের চেয়ারে কাজ করি সাধারণের ব্যথা বুঝি। আমার যন্ত্রণার থেকেও আপনাদের যন্ত্রণা অনুভব করি। যদি পাশে না দাঁড়াতে পারি তাহলে ভোট লুঠ করে নেবে, দখল করে নেবে তা করতে দেব না, এটা আমার শপথ-প্রতিজ্ঞা। কাজ করতে গেলে কেউ দুঃখ পেলে আমি সকলের হয়ে ক্ষমা চেয়ে নেব, এটা পার্টির নির্দেশ কর্মীরা ক্ষমা চেয়ে নেবে। আমার পা আর কদিন ভেঙে রাখবে, আপনাদের পা গুলো বাংলার মাটিতে ঠিকমতো চলছে কিনা দেখব। বাংলা দেব না, বাংলা দিচ্ছি না। পুরুলিয়া দখল করতে আসছে, দেব না। আমরা ঐক্যবদ্ধ বাংলা চাই, জঙ্গলমহলে ৬৪ হাজার কোটি টাকার কাজ হবে, কাউকে বাইরে যাওয়ার দরকার নেই, আমি তাদের ফিরিয়ে নেব। হামলা করলে রুখে দেবো।”

গত লোকসভা নির্বাচনে পুরুলিয়াতে পদ্ম ফুটেছে। সেই প্রসঙ্গ তুলে তৃণমূলনেত্রী বলেন, “২ বছর আগে জিতে গেছে বিজেপি, ১৮ জন এমপি আবার এমএলএ ভোটে দাঁড়িয়েছে।  এমপি হয়ে ভরাডুবি, এমএলএ হয়ে বাজাবে ডুগডুগি, বিজেপিকে আক্রমণ মমতার। আদিবাসীদের আমরা তৈরি করি, এক থালায় খাই, আমার সঙ্গে যে এসেছে সে আদিবাসী, একসঙ্গে খাই। বিজেপি এর-তার হাতের ছোঁয়া খাবে না, তিলক টেনে, পান চিবিয়ে টগবগ করছে।”