WB Assembly Elections 2021: অমিত শাহর সভামঞ্চে বাজল, ‘কন্যাশ্রীর বোনটা আমার খেলা হবে খেলা হবে!’
“কন্যাশ্রীর বোনটা আমার খেলা হবে খেলা হবে।” মাঠের চারদিকে পদ্ম পাতাকায় ছেয়ে গেছে। চৈত্রের কড়া রোদ্দুরের সঙ্গে যুঝতে গেরুয়া ম্যারাপে মোড়া হয়েছে সভামঞ্চ ও দর্শকাসন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রথম দফার ভোট হতে চলেছে আগামী ২৭ মার্চ। তার আগে শেষবারের মতো প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তাঁরই সভায় কিনা বাজছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের উন্নয়নের গান? এমন উলটপুরাণে সবাই প্রথমটায় হকচকিয়ে গেলেও তড়িঘড়ি গান বন্ধ করে দেওয়া হয়।
গোসাবা, ২৩ মার্চ: “কন্যাশ্রীর বোনটা আমার খেলা হবে খেলা হবে।” মাঠের চারদিকে পদ্ম পাতাকায় ছেয়ে গেছে। চৈত্রের কড়া রোদ্দুরের সঙ্গে যুঝতে গেরুয়া ম্যারাপে মোড়া হয়েছে সভামঞ্চ ও দর্শকাসন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রথম দফার ভোট হতে চলেছে আগামী ২৭ মার্চ। তার আগে শেষবারের মতো প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তাঁরই সভায় কিনা বাজছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের উন্নয়নের গান? এমন উলটপুরাণে সবাই প্রথমটায় হকচকিয়ে গেলেও তড়িঘড়ি গান বন্ধ করে দেওয়া হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার কিষাণ মান্ডির মাঠে। আজ এখানেই আসছেন অমিত শাহ। সভা করে চলে যাবেন পশ্চিম মেদিনীপুরে সেখানে রোড সো করবেন এই বিজেপি নেতা। আরও পড়ুন-Gwalior Road Accident: গোয়ালিয়রে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ১৩ জনের মৃত্যু, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
তৃণণূলের জয়গান শোনা যাচ্ছে বিজেপির মঞ্চে। বিষয়টি জানাজানি হলে কেলেঙ্কারির একশেষ। তাই সাত তাড়াতাড়ি বলা হল, সাউন্ড বক্সে চেক করা চলছিল। কারণ বক্তব্য রাখতে আসছেন বিজেপির হাইপ্রোফাইল নেতা অমিত শাহ। আর সাউন্ড বক্স চেক করতে গিয়েই কন্যাশ্রীর গান বেজে গেছে। যাইহোক স্থানীয় পদ্ম নেতৃত্ব তৎক্ষণাৎ বিষয়টি সামাল দিয়ে বিতর্কের ইতি টানেন।