WB Assembly Elections2021: ৫০ হাজার ভোটে হারবেন বিজেপির নদিয়া চাঁদ বাউড়ি, পুরুলিয়ায় পড়ল পোস্টার

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গত জানুয়ারিতে নন্দীগ্রামে জনসভা করতে এসে বলেছিলেন তিনি এখান থেকে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল ছেড়ে তখন সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর পরেই তিনি কলকাতার সমাবেশ থেকে হুংকার ছেড়ে বলেছিলেন, নন্দীগ্রামে আধ লাখ ভোটে হারাবেন মাননীয়াকে। আজ বুধবার হলদিয়ার মহাকুমা শাশকের অফিসে মনোনয়ন জমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজই পুরুলিয়ার পারা বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন নদিয়া চাঁদ বাউড়ি। সেই পোস্টারে লেখা রয়েছে, পারায় ৫০ হাজার ভোটে হারবেন বিজেপির প্রার্থী নদিয়া চাঁদ বাউড়ি।

এই সেই পোস্টার (Photo Credits: Social Media)

পুরুলিয়া, ১০ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গত জানুয়ারিতে নন্দীগ্রামে জনসভা করতে এসে বলেছিলেন তিনি এখান থেকে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল ছেড়ে তখন সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এর পরেই তিনি কলকাতার সমাবেশ থেকে হুংকার ছেড়ে বলেছিলেন, নন্দীগ্রামে আধ লাখ ভোটে হারাবেন মাননীয়াকে। আজ বুধবার হলদিয়ার মহাকুমা শাশকের অফিসে মনোনয়ন জমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজই পুরুলিয়ার পারা বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পড়ল পোস্টার। সেখানে বিজেপির প্রার্থী হয়েছেন নদিয়া চাঁদ বাউড়ি। সেই পোস্টারে লেখা রয়েছে, পারায় ৫০ হাজার ভোটে হারবেন বিজেপির প্রার্থী নদিয়া চাঁদ বাউড়ি। গোটা ঘটনা প্রার্থী স্বয়ং প্রতিপক্ষ তৃণমূলের দিকে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। আরও পড়ুন-WB Assembly Elections 2021: মমতার মনোনয়ন পেশের দিন দলত্যাগী পাঁশকুড়ার তৃণমূল নেতৃত্ব, পানিহাটিতেও একই হাল

এহেন অভিযোগ উড়িয়ে পারার তৃণমূল প্রার্থী উমাপদ বাউড়ির দাবি, “এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ, উন্নয়নের জন্য কাজ করছি আমরা, এত সময় নেই।” পছন্দের প্রার্থীকে পারা বিধানসভা কেন্দ্রে টিকিট দেয়নি রাজ্য নেতৃত্ব। তাই এলাকার বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে পুরুলিয়ায় কাশীপুর, বলরামপুরে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ হয়। এবার একেবারে প্রার্থী বিরোধিতায় পড়ল বিতর্কিত পোস্টার। এই পোস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, পুরুলিয়ায় পারায় বিজেপি প্রার্থী কত ভোটে হারবেন, সেই মার্জিন জানিয়ে পড়েছে পোস্টার। পারা বিধানসভার একাধিক জায়গায় সেই পোস্টার দেখা গেছে। পারা বিধানসভা বিজেপির ব্যানারে দেওয়া পোস্টারে অভিযোগ, টাকার বিনিময়ে প্রার্থী পদ বিক্রি হয়েছে। ২০১৬-র বিধানসভা ভোটে পারা আসনে বিজেপি প্রার্থী করে নদিয়া চাঁদ বাউড়িকে৷ গতবার নদিয়া চাঁদ তৃতীয় হলেও এবারও তাঁর উপর ভরসা রেখেছে বিজেপি। পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি প্রার্থী নদিয়া চাঁদ বাউড়ি। তিনি বলেন, “এটা তৃণমূলের চক্রান্ত, হার নিশ্চিত জেনে এইসব কাজ করেছে ওরা।”