WB Assembly Elections 2021: রাত পোহালেই প্রথম দফার ভোট, ৫ জেলার ৩০ কেন্দ্রে তুঙ্গে তৎপরতা
মাঝে মাত্র একটা রাত। সেটা কোনওমতে কেটে গেলেই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট (WB Assembly Elections 2021) শুরু। ঠিক তার আগেভাগে ভোটপর্ব নির্বিঘ্নে সারতে নির্বাচনী এলাকায় তুঙ্গে প্রশাসনিক ব্যস্ততা। গতকাল ৫ জেলার ৩০টি কেন্দ্রে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। রাত পোহালেই ভোট, তাই ৩০টি কেন্দ্রে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে খবর।
কলকাতা, ২৬ মার্চ: মাঝে মাত্র একটা রাত। সেটা কোনওমতে কেটে গেলেই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট (WB Assembly Elections 2021) শুরু। ঠিক তার আগেভাগে ভোটপর্ব নির্বিঘ্নে সারতে নির্বাচনী এলাকায় তুঙ্গে প্রশাসনিক ব্যস্ততা। গতকাল ৫ জেলার ৩০টি কেন্দ্রে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। রাত পোহালেই ভোট, তাই ৩০টি কেন্দ্রে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে খবর। ইতিমধ্যে নির্দিষ্ট এলাকায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রের খবর, এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এই প্রথম। এই দফায় ভোট হবে মোট ১০২৮৮ টি বুথে। ১২ হাজার রাজ্য পুলিশ থাকবে লাইন পর্যালোচনার করার জন্য। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হবে ভোট। আরও পড়ুন-Bharat Bandh Today: ভারত বনধ, ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২৪ নম্বর জাতীয় সড়কে বসে পড়লেন কৃষকরা
প্রথম দফার ভোট পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, খেঁজুরি, রামনগর, এগরায়। পশ্চিম মেদিনীপুরের দাঁতন, কেশিয়াড়ী, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর। ঝাড়গ্রামের বিনপুর, নয়াগ্রাম, গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম। পুরুলিয়ার বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশিপুর, পাড়া, রঘুনাথপুর। বাঁকুড়ার রাইপুর(সং), রানিবাঁধ (সং), ছাতনা, শালতোড়া। ঝাড়গ্রামে মোট ১৩০৭টি ভোট। মাওবাদী অধ্যুষিত এলাকা বলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই জেলায় ১৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। যেসব কেন্দ্রে তিন চারটি বুথ সেখানে ৮ কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। বাঁকুড়ায় বুথের সংখ্যা ১৩২৮, পূর্ব মেদিনীপুরে বুথের সংখ্যা ২০৪৩৭, পুরুলিয়ায় বুথ ৩১২৭টি।
এবারের নির্বাচনে যেন রাজ্যজুড়ে মহাযজ্ঞ শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি। তার আগে কাঁথিতে নাকা চেকিং। কলকাতা-কাঁথি সড়কে চলছে নজরদারি। ইভিএম বন্টন শুরু হয়েছে। কাঁথি কিশোর নগর হাই স্কুল এবং কন্টাই পিকে কলেজ থেকে বন্টন শুরু হয়েছে। ভোটকর্মীরা বিভিন্ন ভোট কেন্দ্রে যেতে শুরু করেছেন। যেসব জায়গায় বুথ হয়েছে সেসব এলাকায় ইতিমধ্যে যেতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।