CBI summons Anubrata Mondal: গরু পাচার কাণ্ডে অনুব্রতকে ডাকল সিবিআই
গরু পাচার কাণ্ডে এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal) তলব করল সিবিআই। কেন অনুব্রতকে তলব করা হয়েছে তা স্পষ্ট করে বলা নাহলেও জানা গেছে,
কলকাতা, ২৬ এপ্রিল: গরু পাচার কাণ্ডে এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে (Anubrata Mondal) তলব করল সিবিআই। কেন অনুব্রতকে তলব করা হয়েছে তা স্পষ্ট করে বলা নাহলেও জানা গেছে, তদন্ত চলকালীন কেষ্টবাবুর নাম আলোচনায় উঠে আসাতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আগামী কাল মহ্গলবার ২৭ এপ্রিল কলকাতার নিজাম প্যালেসে সিবিআই কর্তাদের সামনে অনুব্রত মন্ডলকে হাজিরা দিতে হবে। তবে এ যাত্রায় তিনি একা নন, তাঁর সহয়োগী আরও বেশ কয়েকজনকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রাজ্যে আজ সপ্তম দফার নির্বাচন চলছে। আগামী ২৯ এপ্রিল অষ্টম অর্থাৎ শেষ দফার নির্বাচন। এদিন বীরভূমে ভোট। ঠিক তার আগেভাগে অনুব্রতকে সিবিআই-এর ডেকে পাঠানোয় রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল শিবির। আরও পড়ুন-Madras High Court: ‘করোনাকালে রাজনৈতিক জনসভা, খুনের দায়ে পড়তে পারে নির্বাচন কমিশন’
উল্লেখ্য, দিন দুয়েক আগেই ভোটের প্রচারে বোলপুরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপ নেত্রী স্মৃতি ইরানি। জানা গেছে, বোলপুরের সভামঞ্চ থেকে নাম না করে অনুব্রত মন্ডলকে জেলে ঢোকানোর হুমকিও দেন তিনি। তারপরেই সিবিআই গরুপাচার কাণ্ডে তৃণমূলের জেলাসভাপতিকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলল। এদিকে বিধানসভার ভোট বৈতরণী পার করতে তৃণমূল বীরভূমের দায়িত্ব কেষ্টবাবুর কাঁধেই অর্পণ করেছে। আর কিনা ভোটের আগেই তাঁকে সিবিআই-এর তলবের ঘটনায় বীরভূমের শাসক দলের শিবিরে চাঞ্চল্য ছড়িয়েছে।