Adhir Chowdhury Attacks PM Modi On Rs 2000 Currency Note: ২ হাজারের নোট বাতিল নিয়ে কটাক্ষ, প্রধানমন্ত্রীকে 'পাগলা মোদী' বলে সম্মোধন অধীরের
আরবিআইয়ের তরফে যখন ২ হাজারের নোট বাতিলের বিষয়ে ঘোষণা করা হয়, তা নিয়ে ফের শোরগোল শুরু হয়। তবে নোট পালটানোর জন্য তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই। একবারে ২০ হাজার টাকার ২ হাজারের নোট ব্যাঙ্ক থেকে পালটানো যাবে বলে জানানো হয়।
কলকাতা, ২৪ মে: ২ হাজার নোট বাতিল করা হচ্ছে। ২৩ মার্চ থেকে ব্যাঙ্কে গিয়ে ২ হাজারের নোট পালটে নিতে হবে। এমনই জানানো হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে। আরবিআইয়ের তরফে যখন ২ হাজারের নোট বাতিলের বিষয়ে ঘোষণা করা হয়, তা নিয়ে ফের শোরগোল শুরু হয়। তবে নোট পালটানোর জন্য তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই। একবারে ২০ হাজার টাকার ২ হাজারের নোট ব্যাঙ্ক থেকে পালটানো যাবে বলে জানানো হয়। এসবের মধ্যে এবার ২ হাজারের নোট বাতিল নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury)।
বহরমপুরের কংগ্রেস সাংসদ বলেন, ভারতবর্ষের অর্থনীতি যখন টালমাটাল, সেই সময় কথা নেই বার্তা নেই হঠাৎ করে ২ হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। যার জেরে প্রধানমন্ত্রী মোদীকে (PM Narendra Modi) দেশের সাধারণ মানুষ 'পাগলা মোদী' বলে সম্মোধন করছেন বলেও কটাক্ষ করেন অধীর। সেই সঙ্গে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করলেই, কংগ্রেস তার বিরুদ্ধে সরব হবে বলে জানান অধীর।