Abhishek Banerjee: অভিষেকই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের

তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে বহাল হলেন সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য এবং যশবন্ত সিনহা। জাতীয় কর্ম সমিতির বৈঠক শেষ আজ এমনই ঘোষণা করেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Abhishek Banerjee (Photo Credit: Instagram)

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:  তৃণমূল কংগ্রেসের (TMC)  সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফের বহাল অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। জাতীয় কর্ম সমিতির বৈঠক শেষ আজ এমনই ঘোষণা করেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি দলের সহসভাপতি পদে নিযুক্ত হলেন সুব্রত বক্সী, যশবন্ত সিনহা এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

এসবের পাশপাশি সবে শেষ হওয়া পুরসভার মেয়র পদের ঘোষণা করা হয় আজকের বৈঠকে। এবার ফের বিধাননগরের মেয়র পদে বহাল কৃষ্ণা চক্রবর্তী। চেয়ারম্যান হিসেবে নাম ঘোষমা করা হয় সব্যসাচী দত্তের। আসানসোল পুরনিগমের মেয়র হলেন বিধান উপাধ্যায় এবং চন্দননগরের মেয়র হলেন রাম .চক্রবর্তী। এসবের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কোষাধ্যক্ষ হলেন অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: West Bengal: প্রিয় শিক্ষিকাকে ঘিরে গান, ছাত্রীদের ভালবাসায় 'শম্পা ম্যাম' কাঁদলেন হু হু করে

এসবের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev) কাধে এল বাড়তি দায়িত্ব। আজকের বৈঠকের পর জানানো হয়, উত্তর-পূর্বে তৃণমূল কংগ্রেসের সংগঠন দেখবেন সুস্মিতা দেব। সঙ্গে মুকুল সাংমা এবং সুবল ভৌমিকও উত্তর-পূর্বে তৃণমূল কংগ্রেসের সংগঠন দেখবেন বলে জানানো হয়।