8 States To Get Calamity Relief: ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের থেকে টাকা পাচ্ছে রাজ্য সরকার

গত বছর বন্যা, ধস, ঘূর্ণিঝড় ও খরার কবলে পড়া আটটি রাজ্যকে অতিরিক্ত সহায়তা (Additional assistance) হিসাবে ৫ হাজার ৭৫১ কোটি টাকা দেওয়াতে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয় স্বরাষ্ট্রমন্ত্রক (home ministry)। যে আটটি রাজ্য আর্থিক সহায়তা পাবে সেগুলি হল কেরালা, মহারাষ্ট্র, বিহার, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং কর্নাটক। ঘূর্ণিঝড় বুলবুল (Cyclone Bulbul) ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের থেকে টাকা পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

বুলবুলের তাণ্ডব। ফাইল ফোটো (Photo: ANI)

নতুন দিল্লি, ২৭ মার্চ: গত বছর বন্যা, ধস, ঘূর্ণিঝড় ও খরার কবলে পড়া আটটি রাজ্যকে অতিরিক্ত সহায়তা (Additional assistance) হিসাবে ৫ হাজার ৭৫১ কোটি টাকা দেওয়াতে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয় স্বরাষ্ট্রমন্ত্রক (home ministry)। যে আটটি রাজ্য আর্থিক সহায়তা পাবে সেগুলি হল কেরালা, মহারাষ্ট্র, বিহার, নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, পশ্চিমবঙ্গ এবং কর্নাটক। ঘূর্ণিঝড় বুলবুল (Cyclone Bulbul) ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের থেকে টাকা পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে একটি কমিটি বৈঠকে বসে। সেই কমিটি গতবছর হওয়া বন্যা, ভূমিধস, ঘূর্ণিঝড় বুলবুল ও খরার জন্য আটটি রাজ্যকে অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা হিসাবে এই টাকা অনুমোদন দিয়েছে। একমাত্র কর্নাটক ২০১৮ সালে খরার জন্যও টাকা পাবে। আরও পড়ুন: R G Kar hospital: গ্লাভস-মাস্ক-স্যানিটাইজারের অভাব, বিক্ষোভে হাসপাতাল কর্মীরা

বুলবুলের টাকা দেওয়া নিয়ে বারে বারে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সম্প্রতি নবান্নে সর্বদলীয় বৈঠক রাজ্য বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদারের কাছেও তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।