Bus Carrying Migrants Overturns In Balasore: ওড়িশার বালাসোরে বাস উল্টে আহত পশ্চিমবঙ্গের ৭ প্রবাসী শ্রমিক

ফের পথ দুর্ঘটনার কবলে এরাজ্যের প্রবাসী শ্রমিকরা। কেরালা (Kerala) থেকে বাসে করে পশ্চিমবঙ্গে ফিরছিলেন কয়েকজন প্রবাসী শ্রমিক (Migrants Workers)। আজ সকালে ওড়িশার বালাসোর (Balasore) জেলায় সেই বাসটি উল্টে যায়। ঘটনায় কমপক্ষে সাতজন ব্যক্তি আহত হয়েছেন।

পথ দুর্ঘটনা। (Photo Credits: ANI)

বালাসোর, ৩০ মে: ফের পথ দুর্ঘটনার কবলে এরাজ্যের প্রবাসী শ্রমিকরা। কেরালা (Kerala) থেকে বাসে করে পশ্চিমবঙ্গে ফিরছিলেন কয়েকজন প্রবাসী শ্রমিক (Migrants Workers)। আজ সকালে ওড়িশার বালাসোর (Balasore) জেলায় সেই বাসটি উল্টে যায়। ঘটনায় কমপক্ষে সাতজন ব্যক্তি আহত হয়েছেন।

সূত্রের খবর, কেরালা থেকে বাসে করে ৩৮ জন প্রবাসী শ্রমিক পশ্চিমবঙ্গ যাচ্ছিলেন। তবে বালাসোরে কাছে ১৬-এ নম্বর জাতীয় সড়কে নুয়াগাঁও এলাকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা এবং পুলিশ সমস্ত যাত্রীকে উদ্ধার করে। আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার জন্য বালাসোরের জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন: Coronavirus In West Bengal: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ২৭৭ জন, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭ জনের

কয়েকদিন আগে মুম্বই থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় জখম হন পশ্চিমবঙ্গের ২০ জন প্রবাসী শ্রমিক। রাঁচি গ্রামীণ এলাকার সিকিদিরি ঘাঁটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের ভর্তি করা হয় রাঁচির রিমস হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ব্রেক ফেল করেই ঘটেছে দুর্ঘটনা।