Earthquake: ভোরবেলা ভূমিকম্প ভারত-মায়ানমার সীমান্তে, টের পাওয়া গেল কলকাতা, বাংলাদেশেও

ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত (India-Myanmar Border)। কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে। কলকাতা-সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা, অসম, ত্রিপুরা, বাংলাদেশ চট্টগ্রাম ও ঢাকাতেও কম্পন টের পাওয়া গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Earthquake,Representational Image (Photo Credits: PTI)

কলকাতা, ২৬ নভেম্বর: ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ভারত-মায়ানমার সীমান্ত (India-Myanmar Border)। কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে। কলকাতা-সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা, অসম, ত্রিপুরা, বাংলাদেশ চট্টগ্রাম ও ঢাকাতেও কম্পন টের পাওয়া গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে অনুভূত হয় কম্পন। কম্পনের স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ড। ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীরে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৪ কিমি পূর্বে।

এখনও পর্যন্ত কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।