Blast In South 24 Parganas: নোদাখালির মোহনপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৩

দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) নোদাখালির মোহনপুরে (Mohanpur Village) একটি বাড়িতে বিস্ফোরণ (Blast)। বাড়ি মালিক-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু। সকাল ৮টা নাগাদ বিস্ফোরণ হয়। স্থানীয়দের দাবি, অসীম মণ্ডলের বাড়িতে বাজি তৈরি হত। সেখানেই বিস্ফোরণ ঘটে। অসীম ও তাঁর শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছুটা দূরে। বাজির মশলা থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Blast In South 24 Parganas

নোদাখালি, ১ ডিসেম্বর: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) নোদাখালির মোহনপুরে (Mohanpur Village) একটি বাড়িতে বিস্ফোরণ (Blast)। বাড়ি মালিক-সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু। সকাল ৮টা নাগাদ বিস্ফোরণ হয়। স্থানীয়দের দাবি, অসীম মণ্ডলের বাড়িতে বাজি তৈরি হত। সেখানেই বিস্ফোরণ ঘটে। অসীম ও তাঁর শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছুটা দূরে। বাজির মশলা থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

পুলিশের মতে, বাড়ির মালিক অসীম মণ্ডল সম্ভবত আতশবাজি (Firecrackers) তৈরির জন্য বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক স্তুপ করে রেখেছিলেন। আজ সকালে যার বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, অসীম গত ১০ বছর ধরে ওই এলাকায় অবৈধ বাজি তৈরির কারখানা চালাচ্ছিলেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, "এটি একটি আবাসিক এলাকা এবং আমাদের আশঙ্কা ছিল যে এই ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। আমরা তাঁকে বেশ কয়েকবার অনুরোধ করেছিলাম এবং পুলিশকেও জানিয়েছিলাম, কিন্তু কিছুই হয়নি।" আরও পড়ুন: KMC Election 2021: প্রচারে অনেকটা এগিয়ে তৃণমূল, বিজেপিকে ছাপিয়ে বামেদের দেওয়াল লিখন-সভা নজর কাড়ছে

স্থানীয় লোকজনের মতে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের কয়েকটি বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং মৃতদেহগুলি বিস্ফোরণস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে গিয়ে পড়ে। বিস্ফোরণের জেরে কংক্রিটের ছাদ ধসে পড়ে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।