Mimi Chakraborty: মিমি চক্রবর্তীর পোষ্য আক্রান্ত ক্যান্সারে, প্রার্থনা রাজ চক্রবর্তীর
চিকুর জন্য মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন মিমি, 'চিকু যেন সুস্থ হয়ে ওঠে', সকলের কাছে এটাই প্রার্থনা করতে বলেন মিমি। হলুদ রঙের লঙ গাউনে বোল্ড লুকে বালিয়াড়িতে ক্যামেরার সামনে ধরা দিলেন মিমি চক্রবর্তী।
নির্বাচনী কাজ এবং শুটিংয়ের সমস্ত কাজ সামলে বাড়ি ফিরলে চিকু এবং ম্যাক্সই ছিল মিমির নয়নের মণি। মিমির বড় ছেলে চিকু ক্যান্সারে আক্রান্ত, ৮ বছরের ল্যাব্রডরের সুস্থ হয়ে ওঠার আর কোনও উপায় নেই। কলকাতার সমস্ত পশু চিকিৎসক আশা ছেড়ে দিয়েছেন, তবে হাল ছাড়েননি মিমি চক্রবর্তী। অভিনেত্রী মিমি চক্রবর্তীর কথায়, "আমার ৮ বছরের বড় ছেলে ক্যানসারে আক্রান্ত। ওর শরীরে আস্তে আস্তে ক্যানসার ছড়িয়ে পড়ছে। চিকিৎসরকা জানিয়েছেন কোনও অস্ত্রোপচার করা সম্ভব নয়।" ইতিমধ্যেই চিকুকে চেন্নাইয়ে চিকিৎসার জন্য পাঠিয়েছেন মিমি চক্রবর্তী, এখানকার কাজ মিটিয়ে তিনিও যাবেন চিকুর কাছে। কাজের ব্যস্ততার মাঝে বাড়ি ফিরে মিমির পরিবার বলতে ছিল চিকু এবং ম্যাক্সই। চিকুর জন্য মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন মিমি, 'চিকু যেন সুস্থ হয়ে ওঠে', সকলের কাছে এটাই প্রার্থনা করতে বলেন মিমি। চিকুর জন্য মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন মিমি, 'চিকু যেন সুস্থ হয়ে ওঠে', সকলের কাছে এটাই প্রার্থনা করতে বলেন মিমি।