Mimi Chakraborty At Goa: গোয়ার বিচে কালো রঙের নেটের পোশাকে ভাইরাল মিমি
স্টাইলিস্ট স্যান্ডি সাহা আর তুতো বোন অঙ্কিতাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন যাদবপুরের সাংসদ তারকা। থাই-হাই স্লিটে মিমিকে দেখে চোখ সরানো দায়।
গোয়ার বিচে ছুটি কাটাচ্ছেন মিমি চক্রবর্তী। মিমির ফটোশ্যুটে কাবু সোশ্যাল মিডিয়া; লাইক, কমেন্টসের ছড়াছড়ি। সামনেই নির্বাচন, ফিল্মি দুনিয়ায় কাজের চরম ব্যস্ততা; এরমধ্যেই ছোট্ট করে গোয়া-ট্রিপে মিমি। এরমধ্য়েই স্টাইলিস্ট স্যান্ডি সাহা আর তুতো বোন অঙ্কিতাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন যাদবপুরের সাংসদ তারকা। থাই-হাই স্লিটে মিমিকে দেখে চোখ সরানো দায়, কালো রঙের নেটের এই পোশাকে দুর্দান্ত লাগছে মিমি চক্রবর্তীকে। গোয়ার সমুদ্রে চলছে ফটোশ্যুটের পালাও। এক একসময়ে এক এক স্টাইলের পোশাকে বলি সুন্দরীদেরও টেক্কা দিচ্ছেন মিমি। গোয়ার হোটেল থেকে বিভিন্ন সময়ে ছবি পোস্ট করেন মিমি চক্রবর্তী। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মুখে মাস্কও পরেছেন মিমি চক্রবর্তী।