Close
Advertisement
 
রবিবার, ডিসেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
7 hours ago

Four Men Wave Saffron Flag Inside Taj Mahal: তাজমহলে উড়ল গেরুয়া পতাকা, গ্রেফতার ৪

ভারত Sarmita Bhattacharjee | Jan 05, 2021 06:06 PM IST
A+
A-

৪ জানুয়ারি তাজমহল চত্বরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে গ্রেফতার ৪ ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, হিন্দুত্ববাদী সংগঠন- হিন্দু জাগরণ মঞ্চের ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গেরুয়া পতাকা উত্তোলনের ভিডিও ভাইরাল। হিন্দু জাগরণ মঞ্চের যুব শাখার জেলা প্রশাসক গৌরব তালওয়ার এবং ঋষি লাভানিয়া, সোনু বাঘেল এবং বিশেষ কুমার। অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ, এরপরই তাজমহল চত্বরে পাহারায় সিআইএসএফ কর্মীদের নিয়োগ করা হয়। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এসএসপি বাবলু কুমার বলেন, অভিযুক্ত চার জনকে ১৫৩ (এ), ৭ ধারায় গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কিনেই তাজমহলে প্রবেশ করেন এবং সচেতনভাবেই ইউটিউবে নিজেদের ফলোয়ার সংখ্যা এবং জনপ্রিয়তা বাড়াতেই গেরুয়া পতাকা উত্তোলন করেন।" সিআইএসএফ কমান্ডার রাহুল যাদব, "আমাদের কর্মীরা তাজমহলের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টরে সমস্ত দর্শনার্থীদের পরীক্ষা করে দেখেন। কিন্তু কাপড়ের টুকরো কোনওভাবেই পরীক্ষা করে বোঝা সম্ভব নয়। আর পতাকা উত্তোলনের জন্য তারা ব্যবহার করেছেন সেলফি স্টিক।"

RELATED VIDEOS