Zoom: ওয়ার্ক ফ্রম হোম নয় , এবার অফিসে এসে কাজে যোগ দেওয়ার কথা জানাল জুম

সপ্তাহে ২ দিন অফিসে এসে কাজ করার আদেশ জুম কর্তৃপক্ষের

Photo Credit: Twitter@nytimes

বাড়িতে বসে এবার কাজের দিন শেষ হতে চলেছে জুমে। এবার থেকে সপ্তাহে অন্তত ২ দিন অফিসে আসার জন্য কর্মীদের জানালেন জুম কর্তৃপক্ষ। লকডাউনের সময় বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে জুম একটি অত্যন্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে উঠে এসেছিল। বাড়ি থেকেই কাজ করার ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই অ্যাপ। তবে এখন লকডাউন শেষ। তাই সংস্থার কর্মচারীরা যাতে অন্তত কয়েকদিন অফিসে এসে অন্যান্য কর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন সেইরকমই চাইছেন সংস্থার কর্তারা।

তাই ৫০ মাইলের মধ্যে থাকা কর্মচারীদের সপ্তাহে ২ দিন অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার তরফে।

২০২০ সালে লকডাউনের সময় রকেটের গতিতে উত্থান হয়েছিল এই সংস্থার। যদিও ২০২১ এর দিকে জুমের স্টক একেবারে নীচে নেমে যায়, যার জেরে সংস্থার ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১০০ বিলিয়ন ডলার। সেই পরিস্থিতি আরও খারাপ হয় যখন করোনা পরবর্তী সময়ে সবাই অফিসে এসে কাজ শুরু করেন বিভিন্ন সংস্থার কর্মীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রে সংস্থার দুটি অফিসে রয়েছে। গোটা বিশ্বে সংস্থামোট কর্মচারীর সংখ্যা ৮,৪০০।