Yulu: বাজাজের সঙ্গে যৌথভাবে ২ টি ইলেকট্রিক স্কুটার লঞ্চ ইুলুর

বাজাজের চেতকের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে এই ছোট ই স্কুটারগুলি

Photo Credit (Twiter)

ভারতের বাজারে লঞ্চ হল ২ টি নতুন ই স্কুটার। মিরাকল জি আর (Miracle GR) এবং ডি এক্স জিআর (DeX GR) নামের এই স্কুটারটি তৈরি হয়েছে বাজাজ এবং ইুলুর যৌগ সহযোগীতায়। স্পল্প মূল্যে শহরের যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার একটি অন্যতম প্ল্যাটফর্ম ইুলু।

এই সংস্থার দু চাকার অনেক ছোট স্কুটি রয়েছে। যা আপনি অ্যাপের মাধ্যমে ভাড়া নিতে পারেন। ব্যবহার করতে পারেন অফিস বা অন্য কোন কাজের ক্ষেত্রে। মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি সহ বিভিন্ন জায়গাতে অ্যাপের মাধ্যমে যাত্রীদের পরিষেবা দেয় এই সংস্থা। ২০১৯ সালে বাজাজ এর সঙ্গে এই কোম্পানি গাঁটছড়া বাধে। ইলেকট্রিক গাড়ি তৈরির ক্ষেত্রে সহযোগীতার জন্য করা হয় চুক্তি। সেই চুক্তি স্বরুপ ২ টি সিঙ্গল সিটার স্কুটি আনল তারা।

ইতিমধ্যেই ১৫ হাজার বাইক রাস্তায় রয়েছে। সংস্থার লক্ষ্য ১০ লক্ষ বাইককে রাস্তায় নামানো। একটি গবেষনায় জানা গেছে  ভারতে ৬৫ শতাংশ যাত্রা মাত্র ৫ কিমির মধ্যেই সম্পন্ন  হয়। তাই এই বিপুল পরিমান যাত্রীকে তাদের আওতায় আনতে প্রতি মাসে ৭ থেকে ৮ হাজার বাইক তৈরির লক্ষমাত্রা রেখেছে সংস্থা।