UPI: এপ্রিল থেকে ইউপিআই লেনদেনে দিতে হবে অতিরিক্ত চার্জ

১ লা এপ্রিল থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রতীকী ছবি (File Photo)

২০০০ হাজারে বেশি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট দিলে এবার গুনতে হবে বাড়তি টাকা। ১.১ শতাংশ হারে দিতে হবে চার্জ। প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে দিতে হবে এই চার্জ।

১ লা এপ্রিল থেকে চালু হচ্ছে এই নতুন নিয়ম। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্টের মধ্যে রয়েছে অ্যামান পে, প্রিপেইড গিফ্ট কার্ড সহ বেশ কিছু পেমেন্ট মোড।

তবে শুধুমাত্র ২ হাজারের ওপর লেনদেনের ক্ষেত্রেই থাকছে এই চার্জ নেওয়ার বিষয়টি। তাছাড়া সব ২ হাজারের লেনদেনের ক্ষেত্রে একই চার্জও থাকছে না। যেমন, ধরুন গাড়িতে জ্বালানী ভরার ক্ষেত্রে ০.৫ শতাংশ, ০.৭ শতাংশ কাটা হবে চেলিকম, অফিস, পোস্ট অফিস, শিক্ষা এবং কৃষি কাজের ক্ষেত্রে লেনদেনে।০.৯ শতাংশ চার্জ কাটা হবে সুপারমার্কেটে এবং মিউচুয়াল ফান্ড, সরকারী কাজ এবং ইনসুরেন্স, রেলওয়ের ক্ষেত্রে কাটা হবে ১ শতাংশ চার্জ।

বিশেষজ্ঞের মতে এই চার্জ কাটার বিষয়টি অনেক আগেই হওয়ার কথা ছিল। তবে বিষয় যাই হোক নতুন এই পদ্ধতিটি ৩০ শে সেপ্টেমবরের মধ্যে বিচার করে দেখবে এনপিসিআই। ততক্ষনের জন্য আপাতত চালু থাকবে নতুন এই পদ্ধতি।