Twitter Down: দুনিয়াজুড়ে বিকল হল টুইটার! সমস্যা লগ ইনে, মাস্কের কর্মী ছাঁটাই ঘোষণার পরেই বিপত্তি
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বিপত্তি। দুনিয়া জুড়ে বহু ইউজার অভিযোগ জামালানে তারা টুইটার ব্যবহার করতে পারছেন না। অনেকেই বলছেন, টুইটারে লগ ইন করা যাচ্ছে না।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে বিপত্তি। দুনিয়া জুড়ে বহু ইউজার অভিযোগ জানালেন, তারা টুইটার ব্যবহার করতে পারছেন না। অনেকেই বলছেন, টুইটারে লগ ইন করা যাচ্ছে না। আবার অনেকে বলছেন, টুইটারে ফিডে আসছে না নতুন কিছু পোস্ট। ওয়েব ও অ্যাপ দুটোতেই এই সমস্যা হচ্ছে। কী কারণে টুইটারে এই বিপত্তি তা জানা যাচ্ছে না।
ক দিন আগে হোয়াটসঅ্যাপে যে সমস্যা হয়েছিল। টুইটার বিকল হওয়া পিছনে ইলন মাস্কের কর্মী ছাঁটাইয়ের ঘোষণার কোনও যোগসূত্র আছে কি না তা নিয়ে জল্পনা চলছে।
দেখুন টুইট
দেখুন টুইট
ইলন মাস্কের অধিগ্রহণের পর মাইক্রো ব্লগিং সাইট 'টুইটার'-এ দ্রুত বদলে যাচ্ছে অনেক কিছু। মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই সরানো হয় সিইও পরাগ আগরওয়াল সহ শীর্ষ পদস্থ বেশ কয়েকজন কর্মীকে। এবার টুইটারে অন্তত ৩৫% কর্মীকে ছাঁটাই করা হতে চলেছে। মাস্ক টুইটার ঢেলে সাজাতে চাইছেন। টুইটারকে করতে চলেছেন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সবার কথা বলার প্ল্যাটফর্ম হিসেবে। আর তাই পুরনোদের ঝেড়ে ফেলে নতুন কর্মী নিয়োগ করার পথে মাস্ক। সঙ্গে টেসলার প্রতিষ্ঠাতা চাইছেন খরচ বাঁচিয়ে নতুন কিছু করতে। আরও পড়ুন-সপ্তাহে ৭ দিন অফিস, মাস্কের নয়া নির্দেশে অফিসেই ঘুমোচ্ছেন ট্য়ুইটারের কর্মী, ভাইরাল ছবি
আজ, শুক্রবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় তাদের কর্মীদের কাছে মেল করে মাস্কের টুইটার জানিয়ে দেবে, কার কী ভূমিকা, বা 'জব রোল' হবে। কার চাকরি থাকবে, কার থাকবে না। আপাতত কটা দিন টুইটার অফিস বন্ধ রেখে, ঢেলে সাজানো হতে পারে বলে খবর। মাত্র এক সপ্তাহের মধ্যেই টুইটারে ব্লু টিকে অর্থ খরচ সহ অনেক কিছু বদলে দিচ্ছেন মাস্ক।