Nokia C32: ভারতের বাজারে লঞ্চ করল নোকিয়ার নতুন ফোন C32

চারটি রঙয়ে পাওয়া যাবে এই নতুন ফোন

Photo Credit IANS

ভারতের বাজারে নতুন ফোন লঞ্চ করল নোকিয়া। সাধারণের আয়ত্বের মধ্যে C32 নামের এই ফোনে একনজরে দেখে নেওয়া যাক কি কি রয়েছে । ৬.৫ ইঞ্চির স্ক্রীণ রয়েছে এই ফোনে। এছাড়া এতে থাকছে ৪ জিবির  Ram। যা পরে আরও ৩ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

এআই প্রযুক্তি যুক্ত ৫০ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা থাকছে ফোনটিতে।সামনের দিকে সেলফি ক্যামেরা থাকছে ৮ মেগাপিক্সেলের। অ্যান্ড্রয়েডের ১৩ অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলবে এই স্মার্টফোন।

আজ থেকেই ভারতের বাজারে মিলবে এই ফোন। ফোনটির ৭ জিবি এবং ৬৪ জিবির ক্ষেত্রে দাম পড়বে ৮,৯৯৯ টাকা এবং ৭ জিবি ১২৮ জিবির ক্ষেত্রে দাম পড়বে ৯,৪৯৯ টাকা। আপাতত তিনটি রঙয়ে পাওয়া যাবে এই ফোন। সেগুলি হল  চারকোল, ব্রিজি মিন্ট এবং বিচ পিঙ্ক। ভারতের বাজারে পছন্দের তালিকায় থাকা ভিভো,ওপ্পো, শাওমির ফোনের সঙ্গে কতটা টক্কর দেয় নোকিয়ার এই নতুন ফোন সেটাই দেখার।