Meta: ছবির মধ্যে বিষয়বস্তু খুঁজে বের করতে নতুন এআই প্রোগাম 'স্যাম' আনল মেটা

ছবির ওপর ট্যাপ করে বা লিখে সেই ছবি থেকে বিষয়বস্তু খুঁজে বার করতে সক্ষম এই এআই প্রোগ্রাম

Photo Credit (Twiter)

ফেসবুক প্যারেন্ট কোম্পানি মেটা সম্প্রতি একটি এআই তৈরি করেছে। নতুন এই এআই ছবির মধ্যে থেকে বিভিন্ন বিষয় তুলে ধরতে সক্ষম। ফক্স নিউজের তরফে রিপোর্টে জানা গেছে এই তথ্য।

সেগমেন্ট এনিথং মডেল (Segment Anithing Model) নামের এআই প্রোগামটি ভিডিও এবং ছবির মধ্যে থাকা বিভিন্ন বিষয়কে তুলে ধরতে সক্ষম বলে জানিয়েছে মেটা।

ছবির ওপর ট্যাপ করে বা লিখে সেই ছবি থেকে বিষয়বস্তু খুঁজে বার করতে সক্ষম এই এআই। তবে স্যামের মতই একই রকমের টেকনলোজি সম্প্রতি ফেসবুক ব্যবহার করছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ছবি ট্যাগ করা, কোন পোস্ট ফেসবুক এবং ইন্সটাগ্রামে দেওয়া যাবে তা নির্ধারন করার মত বিষয়গুলি।

তবে 'স্যাম' প্রযুক্তি আসার পর থেকে এই বিষয়গুলির ব্যবহার আরও বৃহত্তর হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চ্যাট জিপিটি আসার পর থেকে বিভিন্ন টেক সংস্থাগুলির মধ্যে প্রতিযোগীতার মাত্রা অনেকাংশেই বেড়েছে। যার মধ্যে বিভিন্ন ধরনের এআই ভিত্তিক প্রোগাম বাজারে আনছে টেক সংস্থাগুলি।