Mark Zuckerberg Loses Nearly $7 Billion: ৭ ঘণ্টায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বিভ্রাট, ৬০০ কোটি খোয়ালেন জুকারবার্গ
সোমবার রাত ৯টা থেকে বিশ্ব জুড়ে বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াসটঅ্যাপ এবং ইনস্টাগ্রাম৷ সাত ঘণ্টা এরকম চলার পর বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হল মার্ক জুকারবার্গকে (Mark Zuckerberg)৷ এর জেরে এক ধাক্কায় প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার খোয়ালেন তিনি৷
নিউইয়র্ক, ৫ অক্টোবর: সোমবার রাত ৯টা থেকে বিশ্ব জুড়ে বন্ধ হয়ে যায় ফেসবুক, হোয়াসটঅ্যাপ এবং ইনস্টাগ্রাম৷ সাত ঘণ্টা এরকম চলার পর বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হল মার্ক জুকারবার্গকে (Mark Zuckerberg)৷ এর জেরে এক ধাক্কায় প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার খোয়ালেন তিনি৷ স্বাভাবিক ভাবেই কয়েক ঘণ্টার মধ্যে তাঁর সম্পত্তির পরিমাণ কমল ৬০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার ৭৩৪ কোটি টাকা৷ ব্লুমবার্গ বিলিওনার ইন্ডেক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী, সম্পদ খুইয়ে রাতারাতি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বেশ কয়েকধাপ নিচে নেমে যেতে হয়েছে জুকারবার্গকে৷ এই মুহূর্তে বিশ্বের ধনীতমদের তালিকার পঞ্চমস্থানে রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা৷ মাইক্রোসফট সিইও বিল গেটসের নিচে জুকারবার্গের নাম৷ আরও পড়ুন-Nitin Gadkari: গাড়ির হর্নের বদলে বাজবে তবলার তাল, হারমোনিয়ামের সুর; আসছে আইন
মাত্র সাত ঘণ্টায় ব্যবধানে বিপুল পরিমাণ অর্থ খুইয়ে তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণের আর্থিক মূল্য ১২ হাজার ১৬০ কোটি ডলার। দিল্লির হিংসার ঘটনয় প্রকৃত তথ্য গোপন করে ভুল তথ্য পরিবেশন, ফেসবুক বিভ্রাট, বিভিন্ন পন্য নিয়ে সমস্যা, হোয়াটসঅ্যাপে বিঘ্ন, ইনস্টাগ্রাম (Facebook, Instagram, WhatsApp) কিশোরীদের মানসিক স্বাস্থ্যের উপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে৷ শত শত অভিযোগের মাঝেও অবিচল ছিলেন জুকারবার্গ৷ এমনকী, এই অভিযোগ নিরসনের কোনও চেষ্টাই করেনি জুকারবার্গের সংস্থা৷ গতকাল রাতের ঘটনা যে দিনের পর দিন সমস্যা দেখেও চোখ বন্ধ করে রাখার ফল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷