Layoffs 2023: ছাঁটাই প্রক্রিয়া অব্যাহত, ৫০৩ প্রযক্তি সংস্থায় এখনও পর্যন্ত ছাঁটাই হয়েছেন ১.৫ লক্ষের মত কর্মচারী

আমেরিকাতে ফ্রেবরুয়ারীতে ৭৭,৭৭০ জনকে ছাঁটাই করা হয়েছে।এই সংখ্যাটি জানুয়ারীতে ছিল ১,০২,৯৪৩। যার মধ্যে প্রযুক্তি সেক্টরে চাকরি গেছে ২১, ৩৮৭ জনের।

ছোট হোক বা বড় সংস্থা। প্রতিমাসে কোন না কোন সংস্থা থেকে ছাঁটাই হচ্ছেন বহু প্রশিক্ষিত কর্মচারী।যেমন বড় অনলাইন সংস্থা অ্যামাজন সম্প্রতি ৯০০০ কর্মীকে ছাঁটাই করেছে। যদিও এর আগে ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল সংস্থা।

এখনও পর্যন্ত তথ্য অনুযায়ী ৫০০ সংস্থা প্রায় ১.৫ লক্ষের মত কর্মীকে ছাঁটাই করেছেন বিভিন্ন ক্ষেত্রে। layoff.fyi নামের একটি সংস্থা ছাঁটাই সংক্রান্ত তথ্য সঞ্চয় করেন। তাদের কাছে থেকেই পাওয়া গেছে এই তথ্য।

এছাড়া প্রায় ১০৪৬ টি সংস্থা থেকে প্রায় ১.৬২ লক্ষ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। শুধুমাত্র জানুয়ারীতেই প্রযুক্তি সেক্টরে ১ লক্ষ কর্মচারী কাজ হারিয়েছেন। অ্যামাজন, মাইক্রোসফট, সেলসফোর্স এবং অন্যান্য বড় কোম্পানি রয়েছে যারা ছাঁটাই করেছেন তাদের কর্মচারী।

আমেরিকাতে ফ্রেবরুয়ারীতে ৭৭,৭৭০ জনকে ছাঁটাই করা হয়েছে।এই সংখ্যাটি জানুয়ারীতে ছিল ১,০২,৯৪৩। যার মধ্যে প্রযুক্তি সেক্টরে চাকরি গেছে ২১, ৩৮৭ জনের।

গত সপ্তাহেই মার্ক জুকারবার্গ আরও ১০ হাজার কর্মচারী ছাঁটাই করার কথা জানিয়েছেন। সংস্থার ১৩ শতাংশ কর্মচারী ছাঁটাই করার পরেও আবার ছাঁটাইয়ের পথে হাঁটছেন মেটা কর্তা।