হ্যাশল ফ্রি ইউটিউবে মন মজেছে, পছন্দের তালিকায় রাখুন এই স্মার্টফোন

ইউটিউবে ভিডিও দেখতে চান, তাহলে এই ফোনটি তো আপনাকে কিনতেই হচ্ছে।এভাবেই চলে মার্কেটিং, টেক স্যাভি জনগণও সেদিকে ঝুঁকে পড়ে।কোনওরকম বিপত্তি ছাড়া ইউটিউবে ভিডিও দেখতে যুতসই স্মার্টফোন(Smart Phone) খুঁজছেন।তারই হদিশ পেতে এই ২০টি স্মার্টফোনের একটি বেছে নিতে পারেন।

প্রতীকী ছবি(Photo Credit: Pixabay)

ইউটিউব(You Tube) এখন টেকস্যাভিদের বেশ পছন্দের বিনোদন হাব।যদি রান্না আপনার হবি থাকে তাহলে তো ইউটিউবে নিত্যনতুন রান্নার ভিডিও দেখে এক্সপেরিমেন্ট করতে পারবেন।আর সেসব মারকাটারি রান্না খেয়ে প্রিয়জনরা যখন ধন্য ধন্য করবে তখন আপনাকে আর পায় কে।একইভাবে আটপৌঢ়ে শাড়ি কীভাবে পড়বেন, ট্রাভেলগ(Travelogue) কীভাবে বানাবেন, নতুন কোনও জায়গায় বেড়াতে যেতে চান ঠিক তার আগে একবার ইউটিউবে গিয়ে সেই জায়গার হালহকিকত, বিশেষত্ব ও প্রাকৃতিক শোভা দেখে নিতে পারেন।মেকআপ থেকে শুরু করে ব্রেকআপ এককথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের ভিস্যুয়ালাইজ আউটপুট পেতে হলে আজকের দিনে ইউটিউবের জুড়ি নেই।আর এখন তো জিও-র কল্যাণে ডিজিটাল ইন্ডিয়া(Digital India) সার্থক রূপ পেয়েছে।ঘাড় ঘোরালেই পাশের জনের হাতে স্মার্টফোন।সকলেই চাইছেন ইউটিউব এমনকী, ফোন কেনার আগে একবার ইউটিউবে রিভিউটা দেখেশুনে নেওয়া থেকে শুরু করে ফিচার্স।ঠিকই ধরেছেন ফোন তৈরির সংস্থাগুলি ক্রেজি ক্রেতা টানতে নতুন ফোনের ফিচার্সে চমক রাখে।ইউটিউবে ভিডিও দেখতে চান, তাহলে এই ফোনটি তো আপনাকে কিনতেই হচ্ছে।এভাবেই চলে মার্কেটিং, টেক স্যাভি জনগণও সেদিকে ঝুঁকে পড়ে।কোনওরকম বিপত্তি ছাড়া ইউটিউবে ভিডিও দেখতে যুতসই স্মার্টফোন(Smart Phone) খুঁজছেন।তারই হদিশ পেতে এই ২০টি স্মার্টফোনের একটি বেছে নিতে পারেন।

এই তালিকার শীর্ষে রয়েছে Huawei P30 Pro।  ইউটিউবে ভিডিও দেখার জন্যই  এই ফোনের OLED ডিসপ্লে ৬.৫ ইঞ্চি। ডিসপ্লের রেজোলিউশন ১০৮০*২৩৪০ পিক্সেলস।পরেই রয়েছে LG V40 ThinQ ফোন, এটির P-OLED ডিসপ্লে ৬.৪ ইঞ্চি। ডিসপ্লের রেসোলিউশান ১৪৪০*৩১২০ পিক্সেলস।তিন নম্বরে চলতি বছরের জানুয়ারিতে লঞ্চ হওয়া ফোনHonor View 20। ৬.৪ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে রেজোলিউশন ১০৮০*২৩১০ পিক্সেলস।৬ ইঞ্চির P-OLED ডিসপ্লের ফোন LG V30 । এর রেজোলিউশন ১৪৪০*২৮৮০ পিক্সেলস।পছন্দের তালিকায় রাখতে পারেন ৬.২৮ ইঞ্চি অপ্টিক AMOLED ডিসপ্লের OnePlus 6  ফোনটি। এই ফোনের ডিসপ্লের রেজোলিউশন ১০৮০*২২৮০ পিক্সেলস। Nokia 8 Sirocco তে রয়েছে ৫.৫ ইঞ্চি P-OLED ডিসপ্লে, রেজোলিউশন ১৪৪০*২৫৬০ পিক্সেলস।6.3 ইঞ্চি P-OLED ডিসপ্লের Google Pixel 3 XL  ফোন, রেজোলিউশন ১৪৪০*২৯১০ পিক্সেলস।Samsung Galaxy Note 9  এ পাচ্ছেন ৬.৪ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের রেজোলিউশন ১৪৪০*২৯১০ পিক্সেলস।এবার আসি Google Pixel 3 ফোনটির কথায়, এটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি P-OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০*২১৬৯ পিক্সেলস।অন্যদিকে Huawei Mate 20 Pro ফোনটিতে থাকছে একটি ৬.৪ ইঞ্চি OLED ডিসপ্লে। রেজোলিউশন ১৪৪০*৩১২০ পিক্সেলস।Samsung Galaxy S9+ এ রয়েছে একটি ৬.২ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। Samsung Galaxy S9 ফোনে থাকছে একটি ৫.৮ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। পাশাপাশি Huawei P20 Pro - তে থাকছে ৬.২ ইঞ্চি OLED ডিসপ্লে। একই সঙ্গে ৬.২ ইঞ্চির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন Xiaomi Mi 8 ফোনে। Google Pixel 2 ফোনে থাকছে ৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে। LG G7 ThinQ  ফোনের ফিচার্সের অন্যতম দিকই হল এটির ৬.১ ইঞ্চি ডিসপ্লে।আবার Samsung Galaxy S8+ ফোনে পাচ্ছেন ৬.২ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। অন্যদিকে ৫.৮ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে মিলছে Samsung Galaxy S8 ফোনে। আপনার কী ৬ ইঞ্চি OLED ডিসপ্লের প্রতি কোনওরকম ক্রাশ আছে, তাহলে বেছে নিতে পারেন Google Pixel 2 XL ফোন। স্যামসাং নিয়ে ফ্যাসিনেটেড? এদিকে পকেটও তেমন ভার বহন করতে রাজি নয়। তাহলে কিনতে পারেন Samsung Galaxy Note 8। এই ফোনে থাকছে একটি ৬.৩ ইঞ্চি Super AMOLED ডিসপ্লে।

পেয়ে গেলেন তো সমাধান সূত্র, এবার আর দেরি না করে অনলাইনেই পছন্দের ফোনটি অর্ডার করে দিন। আসতেও তো দিন কয়েক সময় লাগবে তাই না।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now