Guild Layoff: মহিলা পরিচালিত শিক্ষা সংস্থা গিল্ডে ছাঁটাই ১৭২ কর্মী

ছাঁটাই হওয়া কর্মীরা ১২ সপ্তাহের আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও পাবেন বলে জানা গেছে

Photo Credit Linkdin

ছাঁটাই এবার মহিলা পরিচালিত শিক্ষা সংস্থা গিল্ডে(Guild)। সংস্থার ১৭২ জন কর্মচারীকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। যা সংস্থার মোট কর্মচারীর ১২ শতাংশ বলে জানা গেছে। সংস্থার ভবিষ্যতের উন্নতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গিল্ড সিইও র্যাচেল রোমার(Rachel Romer) জানিয়েছেন এই ঘটনার জেরে তিনি অত্যন্ত ব্যথিত।কিন্তু সংস্থার ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ছাঁটাই হওয়া কর্মীরা ১২ সপ্তাহের আর্থিক ক্ষতিপূরণ পাবেন বলে জানা গেছে।এর পাশাপাশি প্রতিটি পূর্ণ বছর কাজের জন্য অতিরিক্ত সপ্তাহ পর্যন্ত অর্থও পাবেন তাঁরা।

২০১৯ সালে ইউনিকর্ণ সংস্থা হিসেবে পরিচিত হয় গিল্ড। ২০২২ সালে সংস্থাটির মূল্য দাঁড়িয়েছিল ৪.৪ বিলিয়ন ডলারে।

আমেরিকায় শিক্ষা এবং কাজের মাঝখানে যে ফাঁক রয়েছে তা পূরণ করতে তৈরি করা হয় এই প্লার্টফর্ম। যা আজ সফলতার সঙ্গে চলছে।