Government ID for Twitter Blue Tick? : টুইটারে ব্লু ভেরিফিকেশনের জন্য কি এবার লাগবে সরকারী নথিপত্র ? এমনটাই বলছে সূত্র
একটি মাইক্রোব্লগিং সাইটে মাধ্যমে জানা গেছে তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে মোটামুটি ৩ মিনিট সময় লাগবে।এবং তা জমা হওয়ার পর তার যাচাই করবেন থার্ড পার্টি এক সংস্থা।
টুইটারে ব্লু টিকের ক্ষেত্রে কি এবার সরকারী নথিপত্র দিতে হবে? এমনই তথ্য মিলেছে বেশ কয়েকটি সূত্র থেকে। নথি ভেরিফিকেশন ক্ষেত্রে নতুন এই তথ্যে জমা দিতে হবে সরকারী পরিচয়পত্রের সামনের এবং পেছনের ছবি।সঙ্গে লাগবে সেলফিও।টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
যদিও এখনও এটি সবজায়গায় চালু হয়নি। তবে আমেরিকাতে পরীক্ষামূলকভাবে অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া গেছে এই বৈশিষ্ট্যটি। একটি মাইক্রোব্লগিং সাইট থেকে জানা গেছে এই ভেরিফিকেশন প্রসেসের ক্ষেত্রে প্রায় ৩ মিনিট সময় লাগবে। এবং গ্রাহকের ব্য ক্তিগত তথ্য দিয়ে দেওয়া হবে অন্য একটি সংস্থাকে ভেরিফিকেশনের জন্য।
যার অর্থ হচ্ছে আরও একটি সংস্থা এই কাজটি করার জন্য যুক্ত থাকবে টুইটারের সঙ্গে।টুইটার কিনে নেওয়ার পর থেকে এর মধ্যে বেশ কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছেন এলন মাস্ক।
ব্লু ভেরিফিকেশন সার্ভিসের জন্য ৬৫০ টাকা মাসে চার্জও করেছেন টুইটারের মালিক। এবার ব্লু টিক ভেরিফিকেশনের ক্ষেত্রে সরকারী নথি জমা দেওয়ার বিষয়টি আরও একটি বড় পরিবর্তন হবে যদি তা সব জায়গায় চালু করা হয়।
আপাতত আমেরিকায় চালু হলেও ভবিষ্যতে অন্যান্য স্থানে খুব শীঘ্রই চালু হতে পারে ব্লু ভেরিফিকেশনের এই নতুন ফিচার।