Google Play Best App of 2019: ২০১৯ সালে Play Store-এ সেরা অ্যাপের তালিকা প্রকাশ করল Google
চলতি বছর অর্থাৎ ২০১৯ সালে Play Store-এ সেরা অ্যাপের তালিকা প্রকাশ করল গুগল (Google)। বছরের সেরা অ্যাপ, গেম, ই-বুক, সিনেমা থেকে অডিও-বুকের তালিকা প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন। জানা গিয়েছে, বছর সেরা অ্যাপ হিসেবে উঠে এসেছে আব্লো (Ablo)-র নাম। বছরের সেরা গেমের শিরোপা জিতেছে কল অন ডিউটি (Call of Duty)। এন্ড্রয়েড ফোনে (Android Phone) এই অ্যাপ লঞ্চের পরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয় এই গেম (Game)। অন্যদিকে, সেরা সিনেমা Avengers: Endgame।
চলতি বছর অর্থাৎ ২০১৯ সালে Play Store-এ সেরা অ্যাপের তালিকা প্রকাশ করল গুগল (Google)। বছরের সেরা অ্যাপ, গেম, ই-বুক, সিনেমা থেকে অডিও-বুকের তালিকা প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন। জানা গিয়েছে, বছর সেরা অ্যাপ হিসেবে উঠে এসেছে আব্লো (Ablo)-র নাম। বছরের সেরা গেমের শিরোপা জিতেছে কল অন ডিউটি (Call of Duty)। এন্ড্রয়েড ফোনে (Android Phone) এই অ্যাপ লঞ্চের পরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয় এই গেম (Game)। অন্যদিকে, সেরা সিনেমা Avengers: Endgame।
বিশ্বব্যাপী ভ্রমণপ্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে আব্লো। ভিডিও চ্যাট ও যোগাযোগের মাধ্যমে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করে তুলেছে এই অ্যাপ। এতে রয়েছে একটি ইনবিল্ট ট্রান্সলেটরও। তথ্য বলছে, বিশ্বজুড়ে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ মানুষ (Users) এই অ্যাপ ব্যবহার করেন। আরও পড়ুন: Apple: নতুন বছরেই ৪টি ফাইভ জি ফোন বাজারে আনতে পারে অ্যাপল
দেখে নেওয়া যাক, ২০১৯ সালে গুগলের প্রকাশ করা Play Store-এর সেরা অ্যাপগুলির নাম-
সেরা গেম – কল অন ডিউটি: মোবাইল
অ্যাপ- আব্লো
সিনেমা- মার্ভেল স্টুডিওর অ্যাভেঞ্জারস: এন্ডগেম
২০১৯ সালে সবথেকে বেশি বিক্রি হওয়া টিভি শো
গেম অফ থ্রোনস
দ্য ওয়াকিং ডেড
দ্য বিগ ব্যাঙ্গ থিওরি
২০১৯ সালে সবথেকে বেশি বিক্রিত ই-বুক
দ্য মিনিস্টার
স্কেয়ারি স্টোরিজ টু টেল
টিয়মথস র্যথ
২০১৯ সালে সবথেকে বেশি বিক্রি হওয়া অডিওবুক
বিকামিং
দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ এফ*সিকে