Facial Recognition System: এবার মুখ দেখেই চিনে ফেলা যাবে আপনি অপরাধী কিনা; 'ফেশিয়াল রেকগনিশন সিস্টেম' চালু করছে কলকাতা পুলিস

অপরাধ করে আর লুকিয়ে বাঁচতে পারবে না অপরাধীরা (Criminal)। হাজার মুখের ভিড়েও এবার চিনে নেওয়া যাবে অপরাধীর মুখ। কারণ অপরাধীদের পাকড়াও করতে এবার নয়া পন্থার সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিসের নতুন এই প্রযুক্তির নাম 'ফেসিয়াল রেকগনিশন সিস্টেম (Facial Recognition System)।' যার মাধ্যমে চিনে ফেলা যাবে কোন ব্যক্তির আগে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার রেকর্ড রয়েছে কিনা। লাল বাজার (Lalbazar) সূত্রে জানা গিয়েছে, দীপাবলির আগেই এই প্রযুক্তি চালু হয়ে যাবে শহরে।

ফাইল ছবি (Photo Credits: Facebook)

কলকাতা, ২৫ অক্টোবর: অপরাধ করে আর লুকিয়ে বাঁচতে পারবে না অপরাধীরা (Criminal)। হাজার মুখের ভিড়েও এবার চিনে নেওয়া যাবে অপরাধীর মুখ। কারণ অপরাধীদের পাকড়াও করতে এবার নয়া পন্থার সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিসের নতুন এই প্রযুক্তির নাম 'ফেসিয়াল রেকগনিশন সিস্টেম (Facial Recognition System)।' যার মাধ্যমে চিনে ফেলা যাবে কোন ব্যক্তির আগে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত থাকার রেকর্ড রয়েছে কিনা। লাল বাজার (Lalbazar) সূত্রে জানা গিয়েছে, দীপাবলির আগেই এই প্রযুক্তি চালু হয়ে যাবে শহরে।

সমগ্র কলকাতাকেই মুড়ে ফেলা হবে এই প্রযুক্তিতে (Technology)। শহরের বিভিন্ন ক্রসিংয়ে মোট ৫০টি সিসিটিভি ক্যামেরা (50 CCTV Camera) বসানো হবে। জনসমুদ্র কলকাতার মধ্যে থেকে এবার সহজেই চিনে ফেলা যাবে অপরাধীদের। এই প্রযুক্তি নিয়ে বহু আগে থেকেই পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। সহজেই বিভিন্ন ধরণের অপরাধীদের ট্র্যাক করতে এই ধরণের পন্থার সাহায্য নিতে পারবে কলকাতা পুলিস। 'ফেসিয়াল রিকগনিশন' সফটওয়্যার ব্যবহার করে অপরাধীদের বায়োমেট্রিক ডেটা (Biomatric Deta) সংগ্রহ করবে পুলিস। পরের বছর যা ডাটাবেসের কাজ করবে। বায়োমেট্রিক ডাটাবেসে থাকবে গ্রেফতার হওয়া অপরাধীদের চোখ, নাক, মুখ, হাত এবং আঙুলের ছাপ। আরও পড়ুন: World’s First Flying Taxi: মানুষ বোঝাই করে সিঙ্গাপুরে উড়ল বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি 'ভোলোকপটার'

তবে রেকর্ড না থাকলে কোন অপরাধীকে ধরতে সক্ষম হবে না এই প্রযুক্তি। দীপাবলি ও ধনতেরাসের (Diwali And Dhanteras) ছুটির দিনে এই প্রযুক্তির পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। কলকাতার জনবহুল এলাকা যেমন বড়বাজার, পোস্তা এবং বউবাজারে এই পরীক্ষা চালাবে প্রশাসন।