Artificial Intelligence Race: চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বীতায় নতুন টিম প্রস্তুত করছেন সুন্দর পিচাই

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দীতায় নতুন এআই প্লাটফর্ম আনছে গুগল

গুগল সিইও সুন্দর পিচাই(Photo Credit: IANS)

মাইক্রোসফটের ওপেন এআই প্লাটফর্মের সাফল্যে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গুগল সিইও সুন্দর পিচাইয়ের। তাই এই সমস্যা থেকে ঘুরে দাড়াতে নতুন ধরনের এআই প্লাটফর্ম তৈরির দিকে নজর দিচ্ছেন অ্যালফাবেট ও গুগলের সিইও।

এর জন্য তিনি এমন একটি টিম তৈরি করতে চাইছেন যা সতর্কভাবে এবং দায়িত্বপূর্ণ ভাবে তৈরি করবে নতুন এআই সফটওয়্যার। এবং এই কাজ সম্পন্ন করার জন্য যে দল তিনি তৈরি করছেন তার নাম দেওয়া হয়েছে Deep Mind(ডিপ মাইন্ড)।

ডিপ মাইন্ডের সিইও হিসেবে  প্রধান দায়িত্ব সামলাবেন ডেমিস হ্যাসাবিস। তিনি এবং তার দল এমন একটি এআই টুলস তৈরি করতে চান যা পরবর্তীতে গুগলের প্রোডাক্ট এবং সার্ভিসের ক্ষেত্রে ক্ষমতায়ন প্রদান করবে।

এআই  এর সুবিধাগুলিকে গুগল সার্চ ইঞ্জিন, ইউটিউব এমনকি গুগল পিক্সেল ক্যামেরাতেও ব্যবহার করেছে।

আগামী মাসের মধ্যে মাইক্রোসফটের বিং সার্চের মত গুগলেও এআই টেকনলোজি যুক্ত সার্চ ইঞ্জিনের সুবিধা পাওয়া যাবে। প্রাথমিকভাবে এই সুবিধা শুধুমাত্র আমেরিকাতেই পাওয়া যাবে বলে জানা গেছে।

মাইক্রোসফটের চ্যাটবটের মত গুগলও বার্ড নামের একটি টুল লঞ্চ করেছে মার্চ মাসে। তবে তা চ্যাট বট বা চ্যাট জিপিটির থেকে অনেক পিছিয়ে বলে মনে করা হচ্ছে। আপাতত ইউকে এবং এউএসএ তে রিলিজ করা হয়েছে এই নতুন টুল।